নয়া দিল্লি: 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বস্ত করেছেন ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না', আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দাবি ঘিরে এখন শোরগোল। রাশিয়ার উপর চাপ তৈরি করতে এটা বড় পদক্ষেপ, দাবি আমেরিকার প্রেসিডেন্টের।

Continues below advertisement

যদিও ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এর কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ভবিষ্যতে চিনকেও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে বাধ্য করা হবে, প্রতিক্রিয়া ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, "তাই ভারত তেল কিনছে তাতে আমি খুশি ছিলাম না, এবং তিনি আজ আমাকে আশ্বস্ত করেছেন যে তারা রাশিয়া থেকে তেল কিনবে না। এটা একটা বড় পদক্ষেপ। এখন আমরা চিনকেও একই কাজ করাতে যাচ্ছি।" 

তিনি বলেন তেলের বাণিজ্য রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে। আমেরিকার প্রেসিডেন্টের দাবি, এটি এমন একটি যুদ্ধ যা কখনওই শুরু হওয়া উচিত ছিল না। এই যুদ্ধ বন্ধ দেখতে চান বলেও দাবি তাঁর। আমেরিকার প্রেসিডেন্টের নতুন দাবি নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ভারত সরকার। 

Continues below advertisement

ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস তাৎক্ষণিকভাবে ইমেল করা প্রশ্নের জবাব দেয়নি, যেখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পের প্রতি এমন কোনও প্রতিশ্রুতি দিয়েছেন কিনা। ইউক্রেনে চলা যুদ্ধের মধ্যে ওয়াশিংটন মস্কোর তেল রাজস্ব রোধ করার প্রচেষ্টা তীব্রতর করার সঙ্গে সঙ্গে রাশিয়ান তেল কেনা বন্ধ করার ভারতের প্রতিশ্রুতি বিশ্বব্যাপী জ্বালানি কূটনীতিতে একটি সম্ভাব্য মোড় নেবে।

এর আগে ভারতের বিরুদ্ধে ফের শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত যে শুধু রাশিয়ার থেকে বিপুল পরিমাণে তেল কিনছে তা নয় বরং মুনাফার জন্য তারা কেনা তেলের বেশির ভাগ অংশ খোলা বাজারে বিক্রিও করছে। সোশাল মিডিয়ায় পোস্ট ট্রাম্পের। জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে ভারত, বিবৃতি দিয়েছিল ভারতীয় বিদেশমন্ত্রকের।