মুম্বই: ২০২৪-র মধ্যে ভারতের অর্থনীতি পাঁচ ট্রিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রায় পৌঁছে যাওয়ার 'কোনও আশা' দেখছেন না প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। কারণ হিসেবে তিনি বলেছেন, দেশের আর্থিক বৃদ্ধির হার 'বছরের পর বছর ধরে কমছে'। মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে মনমোহন বলেছেন, ২০১৮-র ২.৭ ট্রিলিয়ন ডলার থেকে ২০২৪-এর মধ্যে পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা পূরণের জন্য আর্থিক বৃদ্ধির হার প্রতি বছর ১০-১২ শতাংশ হতে হবে। কিন্তু বিজেপির জমানায় যেটা ঘটছে যে, বছরের পর বছর আর্থিক বৃদ্ধির হার নিম্নমুখী হয়ে চলেছে।
মনমোহন বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (আইএমএফ)চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার আগের পূর্বাভাস ৭.৩ শতাংশ থেকে কমিয়ে করেছে ৬.১ শতাংশ। এভাবে বৃদ্ধির হার নিম্নমুখী হওয়ায় ২০২৪-র মধ্যে পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থনীতি হওয়ার কোনও আশা নেই বলে মন্তব্য করেছেন মনমোহন।
উল্লেখ্য, গতমাসে মনমোহন বলেছিলেন, ভারতের পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে পৌঁছনোর জন্য সুচিন্তিত জাতীয় নীতি গ্রহণের প্রয়োজন। জয়পুরে একটি অনুষ্ঠানে মনমোহন বলেছিলেন, বর্তমানে আর্থিক বৃদ্ধির হার কমছে। লগ্নি থমকে গিয়েছে। কৃষকরা সমস্যার সম্মুখীন হয়েছেন। ব্যাঙ্কিং ব্যবস্থা সংকটের মুখে পড়েছে, কর্মসংস্থানহীনতা বাড়ছে। এই অবস্থায় ভারতের পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থনীতি হয়ে ওঠার জন্য সুচিন্তিত জাতীয় নীতি গ্রহণের প্রয়োজন বলেও মন্তব্য করেছিলেন তিনি।