নয়াদিল্লি: ইংকিয়ং থেকে পাসিঘাট। দূরত্ব ১২২ কিলোমিটার। পাহাড় কাটা রাস্তা, দিগন্ত চেরা হাইওয়ে। বাইক ছুটছে রাস্তাকে শাসন করে। রোদ পড়তেই চিক চিক করে উঠছে মোটরবাইক। রোমাঞ্চকর এই বাইক ভ্রমণে নজর কাড়লেন অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। রাজ্যের পর্যটনের প্রচারে এ এক অভিনব প্রচার মুখ্যমন্ত্রীর।
মোটর সাইকেলে রোডট্রিপের এই ছবি নিজের ট্যুইটারে পোস্ট করেছেন প্রেমা খান্ডু। একইসঙ্গে ভ্রমণবিলাসী রোমাঞ্চপ্রিয় বাইকারদের উদ্দেশে লিখেছেন, “১২২ কিলোমিটার মসৃণ পথ। এখন বাইকারদের জন্য অরুণাচলই শ্রেষ্ঠ গন্তব্য।”
প্রসঙ্গত, পর্যটন ছাড়াও অরুণাচলের মুখ্যমন্ত্রী জোর দিয়েছেন জনসংযোগেও। বিশেষ করে অরুণাচলবাসীদের অধিকার যেন স্বীকৃত হয়, রাজ্যের কোনও নাগরিক যেন বঞ্চিত না হয় সেজন্য সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি। কেন্দ্র নাগরিক বিল আনার কথা ঘোষণা করার পরই আরও তৎপরতার সঙ্গে কাজ করছেন প্রেমা খান্ডু। স্বজাতি যেন কোনও ভাবেই অধিকার থেকে বঞ্চিত না হয় সেকারণে একটি কমিটিও গড়ে দিয়েছেন তিনি। এই কমিটিতে রয়েছেন মোট নয় জন সদস্য। কমিটির শীর্ষে রাখা রয়েছেন অরুণাচলের স্বরাষ্ট্রমন্ত্রী বমং ফেলিক্স।