নয়াদিল্লি : বিভিন্ন অফিসে মোটা মোটা ফাইলে কাগজ উল্টাতে গিয়ে আঙুল জিভে ঠেকিয়ে নেন অনেকেই। এই বদ অভ্যাসকেই স্বাভাবিক করে তুলেছেন অনেক অফিসবাবু। দেখতে দেখতে চোখ সয়ে গেছে আমজনতার।
কিন্তু এবার এই খারাপ অভ্যেস আটকাতে খাতায়কলমে কড়া নির্দেশ দিলেন রায়বরেলির চিফ ডেভলপমেন্ট অফিসার অভিষেক গয়াল।
থুতুর মাধ্যমেই ছড়িয়ে পড়ে নানা সংক্রামক ব্যাধি। তাই অফিসে আর থুতু দিয়ে পাতা উল্টানো যাবে না। জারি হল কড়া নিয়ম। তার বদলে হাতের কাছে রাখা হবে জলে ভেজা স্পঞ্জ।
এই ব্যাপারে তিনদিনের মধ্যে সিডিও অফিসে রিপোর্ট দিতে বলা হয়েছে।
প্রতিবেশী দেশ চিনে ভয়াবহ আকার নিয়েছে নোভেল করোনা ভাইরাল। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৯ হাজার। মৃতের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। অন্যান্য দেশেও বাড়ছে এই ভাইরাসের প্রকোপ। তাই এই পরিস্থিতিতে রায়বরেলির সিডিও-র এই নির্দেশ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
থুতু দিয়ে পাতা উল্টানো যাবে না, করোনা-আতঙ্কের মধ্যেই সংক্রামক অসুখ রুখতে নির্দেশ রায়বরেলির সিডিওর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Feb 2020 05:19 PM (IST)
থুতুর মাধ্যমেই ছড়িয়ে পড়ে নানা সংক্রামক ব্যাধি। তাই অফিসে আর থুতু দিয়ে পাতা উল্টানো যাবে না। জারি হল কড়া নিয়ম। তার বদলে হাতের কাছে রাখা হবে জলে ভেজা স্পঞ্জ।
প্রতীকী চিত্র
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -