ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: পামেলা কাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ফারহান আহমেদ ও দাইম আখতার নামে ওই দুই মাদক কারবারিকে গতকাল, মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়। সোমবার মাদককাণ্ডে গ্রেফতার করা হয়  অমৃতা সিংহ ওরফে সুইটিকে।  পুলিশ সূত্রে দাবি, অমৃতাকে মাদক সরবরাহ করেছিলেন ফারহান।  আর ফারহান সেই মাদক নিয়েছিলেন দাইমের কাছ থেকে।


এই মাদক কাণ্ডে ইতিমধ্যেই বিজেপি নেত্রী পামেলা গোস্বামী ও বিজেপি নেতা রাকেশ সিংহকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, অমৃতাকে দিয়েই মাদক কেনাতেন ধৃত বিজেপি নেতা রাকেশ সিংহ। ধৃত অমৃতার ৯ দিনের পুলিশ হেফাজত হয়েছে। আগামী ২৩শে মার্চ পর্যন্ত রাকেশ সিংহের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।


পুলিশ সূত্রে দাবি, বিজেপি নেতা রাকেশ সিংহের নির্দেশেই মাদক কারবারিদের থেকে সাড়ে ৯ কেজি কোকেন কেনেন ধৃত অমৃতা। বিপুল পরিমাণ মাদক তিনি বিজেপি নেতা রাকেশকে দেন বলে পুলিশ সূত্রে দাবি। মঙ্গলবার ধৃতকে আলিপুর আদালতে পেশ করা হলে তাঁকে ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। গ্রেফতার হওয়ার পরই বিজেপি নেতা রাকেশ সিংহের দিকে আঙুল তুলেছিলেন বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামী।


মঙ্গলবার আদালতে পেশ করার সময় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন ধৃত বিজেপি নেতা রাকেশ সিংহ। তাঁর দাবি, পুলিশ পামেলাকে খুন করে দিতে পারে, আমাকে ফাঁসানো হয়েছে। আমার যদি কোনও যোগ পাওয়া যায় তাহলে রাজনীতি ছেড়ে দেব। ধৃত বিজেপি নেতার জামিনের আর্জি খারিজ করে তাঁকে ফের ২৩ মার্চ জেল হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত। মাদককাণ্ডে গত ১৯ ফেব্রুয়ারি বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক পামেলা গোস্বামীকে গ্রেফতার করে পুলিশ। তারপর ধরা পড়েন বিজেপি নেতা রাকেশ সিংহ।