কলকাতা: ‘রাকেশ সিংহ আমার গাড়িতে কোকেন রাখে। রাকেশ সিং আমাকে অন্য চোখে দেখতে শুরু করেছিল’। কোকেন-সহ গ্রেফতার হওয়ার পর বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামী। লালবাজার সূত্রে দাবি, প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের হাতে যে তথ্য উঠে এসেছে, সেখানেও পামেলার তোলা ষড়যন্ত্রের অভিযোগের ছায়া প্রকট।


মাদককাণ্ডে কলকাতা পুলিশের অ্যান্টি নারকোটিক সেল সূরজ কুমার শাহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। যিনি রাকেশ সিংয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত।


পুলিশ সূত্রে দাবি, রাকেশ-সূরজকে এক ফ্রেমে দেখা যাচ্ছে, সোশাল সাইট থেকে এমন ভিডিও পাওয়া গেছে।সূরজের বিরুদ্ধে মাদক ধারায় মামলা রুজু হয়েছে। লালবাজার সূত্রে দাবি, মাদককাণ্ডে অমৃত রাজ সিং নামে এক ব্যক্তির নামও উঠে এসেছে। যিনি ১৯ ফেব্রুয়ারি পামেলা গোস্বামীর গ্রেফতারের দিন গাড়িতেই ছিলেন। অমৃতকে সেখান থেকে পালাতে সাহায্য করেন সূরজ প্রসাদ শাহ।


পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজে এই অমৃত রাজ সিংকে পামেলার গাড়িতে কোকেন রাখতে দেখা গেছে। গোয়েন্দা সূত্রে দাবি, অমৃত রাজ সিং নিজেকে বিজেপির সার্ভে টিমের সদস্য বলে পরিচয় দিতেন।১৮ ফেব্রুয়ারি পামেলা এবং আরও কয়েকজনের সঙ্গে মিন্টো পার্কে বৈঠক করেন তিনি।১৮ ফেব্রুয়ারি রাতে রাকেশ সিংহর বাড়িতে যান অমৃত।১৯ ফেব্রুয়ারি নিউ আলিপুরের কফিশপে যাওয়ার সময় পামেলার গাড়িতে ছিলেন অমৃত।


লালবাজারের যুগ্ম কমিশনার অপরাধ দমন মুরলীধর জানিয়েছেন, ১৯ ফেব্রুয়ারি বিপদ বুঝে পামেলার গাড়ির চালক চা খেতে সরে যান। অমৃত গাড়ি থেকে নেমে একটি স্কুটিতে চড়ে উধাও হয়ে যান। পুলিশের দাবি, স্কুটির চালক ছিলেন সূরজ কুমার শা। সূরজের স্কুটারে চড়ে বেইলি ব্রিজ হয়ে ডায়মন্ডহারবার রোড ধরেন অমৃত। মাঝরাস্তায় স্কুটার থেকে নেমে বাসে চড়ে পরের স্টপেজে নামেন অমৃত। তারপর পোশাক বদলের অটোয় চড়ে পৌঁছোন রাকেশ সিংয়ের বাড়িতে।


পুলিশ সূত্রে দাবি, রাকেশের বাড়িতে অমৃত সিংয়ের আসার ছবি সিসিটিভি থেকে মোছা হয়।


 


সরকারি আইনজীবী  বলেছেন, রাকেশই কোকেন প্লান্ট করিয়েছে। সিসিটিভিতে দেখা গিয়েছে গাড়িতে কোকেন রাখছে। গাড়িতে ৫ জন ছিল। গাড়িতে ৫ জনকে ঘুরতে দেখা গিয়েছিল, অমৃতকে দেখা গিয়েছিল গাড়িতে কিছু রাখতে।


যদিও, মাদককাণ্ডে ধৃত রাকেশ সিং এদিন অভিযোগ করেছেন, তাঁকে ফাঁসানো হয়েছে।


 


রাকেশ সিংহর আইনজীবীর অভিযোগ, পুলিশ হেফাজতে মারধর করা হয়েছে রাকেশকে। ভোটের আগে ষড়যন্ত্র করা হয়েছে।


 


পুলিশ সূত্রে দাবি, পামেলার গাড়ি থেকে যে কোকেন উদ্ধার হয়েছে, তার বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।


মাদককাণ্ডে ধৃত রাকেশ সিং এবং সূরজ প্রসাদ শাহ, দুজনেরই ৯ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অমৃত সিংয়ের খোঁজে বাংলা সহ ভিন রাজ্যে তল্লাশি চালাচ্ছে পুলিশ।