চণ্ডীগড়: এবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহর প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করবেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। অমরিন্দর নিজেই এ কথা ট্যুইট করে জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা হিসেবে তাঁর সঙ্গে যোগ দিয়েছেন প্রশান্ত কিশোর। মুখ্যমন্ত্রী বলেছেন, পঞ্জাবের মানুষের কল্যাণে একযোগে কাজ করার দিকে তাকিয়ে রয়েছি।
উল্লেখ্য, অমরিন্দরের সঙ্গে পিকে-র এই যোগ নতুন নয়। এর আগে ২০১৭-র বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোর কংগ্রেসের প্রচারের দায়িত্ব সামলেছিলেন। ওই নির্বাচনে কংগ্রেস জয়ী হয়েছিল। দ্বিতীয় স্থান পায় আম আদমি পার্টি (আপ)।
বর্তমানে প্রশান্ত কিশোরের কোম্পানি ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (আই-প্যাক) পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে সাহায্য করছে।
কয়েকদিন আগেই কেরল, তামিলনাড়ু, অসম, পুদুচের সহ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপরই প্রশান্ত কিশোর ট্যুইট করে বলেছিলেন, ভারতে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই হবে পশ্চিমবঙ্গে। সেই লড়াইয়ে সামিল হওয়ার জন্য রাজ্যের মানুষ প্রস্তুত। সঠিক সময়ে তাঁরা তাঁদের বার্তা দিয়ে দেবেন। বাংলা নিজের মেয়েকে চায়। ২ মে আমার শেষ ট্যুইটের কথা মনে রাখবেন।
উল্লেখ্য, ভোট গণনা হবে ২ মে।
কিশোর এর আগে ট্যুইট করে বলেছিলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি দুই অঙ্ক পেরোবে না। এই পূর্বাভাস ব্যর্থ হলে তিনি এই জায়গা ছেড়ে দেবেন।
উল্লেখ্য, এই প্রশান্ত কিশোরই ২০১৪-র সাধারণ নির্বাচনে নরেন্দ্র মোদির প্রচারের দায়িত্ব সামলেছিলেন।
আগামী বছর পঞ্জাবের বিধানসভা নির্বাচন। এর আগে কৃষক আন্দোলনের প্রেক্ষাপটে রাজ্যে পুর নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে কংগ্রেস। এবার বিধানসভা ভোটের এক বছর আগে প্রশান্ত কিশোরকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করলেন অমরিন্দর।