বীরভূম ও পশ্চিম বর্ধমান: বীরভূম ও পশ্চিম বর্ধমানের দু’জায়গায় আজ থেকে চালু হল দুয়ারে রেশন প্রকল্প। করোনা পরিস্থিতিতে বাড়ির দরজায় রেশন পেয়ে খুশি গ্রাহকরা। খাদ্য দফতর সূত্রে খবর, আগামীকাল রাজ্যের ২৮টি জায়গায় পাইলট প্রকল্পে দুয়ারে রেশন দেওয়া হবে।


আগেই চালু হয়েছিল, দুয়ারে সরকার। বিধানসভা নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তাঁর সরকার ক্ষমতায় এলে চালু হবে দুয়ারে রেশন প্রকল্প। তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। বৃহস্পতিবার থেকে বীরভূম ও পশ্চিম বর্ধমানে পাইলট প্রজেক্ট হিসেবে চালু হল দুয়ারে রেশন। এদিন সকালে বীরভূমের সিউড়িতে হাটজানবাজার ৩৬ নম্বর প্লট এলাকায় জেলার খাদ্য দফতরের উদ্যোগে কার্ড অনুযায়ী বরাদ্দ রেশন পৌঁছে দেওয়া হল গ্রাহকদের বাড়ি বাড়ি। 


করোনার এই পরিস্থিতিতে বাড়ির দরজায় রেশন পেয়ে খুশি গ্রাহকরা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে পলাশডিহা এলাকাতেও দুয়ারে সরকার প্রকল্পে রেশন বণ্টন করা হয়। তবে বাড়ি বাড়ি গিয়ে নয়, এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে রেশন তুলে দেওয়া হয় গ্রাহকদের হাতে। এতদিন এই এলাকার গ্রাহকদের দেড় কিলোমিটার দূরে দুর্গাপুর সিটি সেন্টারে রেশন তুলতে যেতে হত। এবার বাড়ির কাছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকেই মিলল রেশন।


দুর্গাপুর গ্রাহক জয়া শর্মা বলেন, একে এই গরম, তার ওপর করোনা পরিস্থিতি, অনেক দূরে রেশন আনতে যেতে হত। এখন বাড়ির কাছেই পেলাম। দুর্গাপুর পুরসভার তরফে জানানো হয়েছে, পরবর্তী সময় রেশন গ্রাহকদের বাড়ি বাড়ি প্যাকেটে করে রেশন পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।


দুর্গাপুর পুরসভা পূর্ত ও খাদ্য বিভাগের মেয়র পারিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, আজ অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে। যতজনের কার্ড আছে, তা দেখে, পরে প্যাকেট করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। রাজ্য খাদ্য দফতর সূত্রে খবর, শুক্রবার রাজ্যের ২৮টি জায়গায় পাইলট প্রকল্প হিসেবে দুয়ারে রেশন চালু হওয়ার কথা। তার আগে, এদিন বীরভূম ও পশ্চিম বর্ধমানে শুরু হল প্রকল্প।