কলকাতা: নারদকাণ্ডে ধৃত চার হেভিওয়েটের মধ্যে তিনজন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। একজন রয়েছেন প্রেসিডেন্সি জেলেই। 


নারদকাণ্ডে ধৃত চারজনের মধ্যে সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় রয়েছেন এসএসকেএম হাসপাতালে। ফিরহাদ হাকিম জেল হাসপাতালে রয়েছেন।


সুব্রত মুখোপাধ্যায়ের বয়স ৭৪ বছর। মদন মিত্রর বয়স ৬৬ বছর। ফিরহাদ হাকিমের বয়স ৬২ বছর এবং শোভন চট্টোপাধ্যায়ের বয়স ৫৬ বছর। হাসপাতাল সূত্রে খবর, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়--- তিনজনেরই সিওপিডি সমস্যা রয়েছে। বুধবার চিকিত্‍সকদের দল তাঁদের পরীক্ষা করেন। একাধিক পরীক্ষা হয়, তবে সব রিপোর্ট আসেনি। 


এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, চরম মানসিক চাপ ও উৎকণ্ঠাজনিত কারণে এসএসকেএমে ভর্তি সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের রক্তচাপ ও সুগারের মাত্রা ওঠানামা করছে। এক ঝলকে দেখে নেওয়া যাক, তিন হেভিওয়েটদের শারীরিক অবস্থার হাল-হকিকৎ।


হাসপাতাল সূত্রে খবর, মদন মিত্রর বুকের সিটি স্ক্যান করা হয়েছে। পুরনো সিওপিডি সমস্যা ছাড়াও কোভিডজনিত দুর্বলতা রয়েছে। টানা অক্সিজেনের বদলে তাঁকে মাঝে মাঝে সি-প্যাপ দেওয়া হচ্ছে। 


হাসপাতাল সূত্রে খবর, হৃদযন্ত্রের সমস্যা জনিত কারণে শোভন চট্টোপাধ্যায়ের ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছে। পাশাপাশি রক্তের নমুনার বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে প্রাক্তন মেয়রের। আজ মেডিক্যাল বোর্ডের সদস্যরা সেই রিপোর্ট খতিয়ে দেখবেন। 


গতকাল রাতে এসএসকেমে শোভন চট্টোপাধ্যায়ের কেবিন থেকে বেরিয়ে তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় দাবি করেন, প্রাক্তন মেয়রের অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। মানসিক চাপ বাড়িয়েছে সাম্প্রতিক পরিস্থিতি। 


এসএসকেএম সূত্রে খবর, তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও, উৎকণ্ঠা জনিত কারণে রক্তচাপ ও সুগারের মাত্রা ওঠানামা করছে সুব্রত মুখোপাধ্যায়ের। বর্ষীয়ান নেতার নিয়মিত ওষুধের তালিকা কিছুটা পরিবর্তন করেছেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা। আজ রিপোর্ট মেলার পর আরও কিছু ওষুধ পরিবর্তন হতে পারে।


অন্যদিকে, প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, জেল হেফাজতে থাকা ফিরহাদ হাকিমের জ্বর কমেছে। রাতে বাড়ির খাবার খেয়েছেন। রাত পর্যন্ত আইনজীবীদের সঙ্গে কথাও বলেন ফিরহাদ হাকিম। আজ ফের তাঁকে পরীক্ষা করবেন জেল হাসপাতালের চিকিৎসকরা।