দুর্গাপুর: দুর্গাপুর ব্যারাজে ভাঙা লকগেট মেরামতির কাজ এখনও সেভাবে শুরু করা যায়নি। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মাইথন এবং পাঞ্চেত জলাধার বন্ধ করার দু’দিন পরও জল আসছে। বালির বস্তা ফেলে জল আটকানোর চেষ্টা হচ্ছে।

পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলা প্রশাসন ঠিক করেছিল, ৩১ নম্বর লকগেটের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির জন্য আজ সকালে ব্যারাজের ওপরের রাস্তা চার ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে। কিন্তু মেরামতির কাজ সেভাবে শুরু না হওয়ায় রাস্তা আর বন্ধ করা হয়নি।  এখন জল বন্ধ করার চেষ্টা করছে প্রশাসন।

এদিকে দুর্গাপুর ব্যারাজের লকগেট ভাঙার জেরে জল সমস্যার কারণে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৮টি ইউনিটের মধ্যে ১টি আজ সন্ধের পর বন্ধ করা হতে পারে।  এর ফলে ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হওয়ার সম্ভাবনা। জলের সমস্যার জন্য ইউনিটটি বন্ধ করা হতে পারে বলে জানান তাপবিদ্যুৎ কেন্দ্রের ডিজিএম।

জল সঙ্কটের আশঙ্কায় আগাম প্রস্তুতি সেরে রাখছে বাঁকুড়া জেলা প্রশাসন। জনস্বাস্থ্য কারিগরী দফতর প্রস্তুত রেখেছে জলের পাউচ।  বড়জোড়া, বাঁকুড়া ১ ও ২ নম্বর ব্লকে জল সঙ্কট দেখা দিলে ওই পাউচ বিলি করা হবে।  রাখা হয়েছে জলের ট্যাঙ্কারও।