গোপাল চট্টোপাধ্যায়, রামপুরহাট: দ্বারকা নদীর উপর সেতুতে ফাটল দেখা গেল। তার জন্য যান চলাচল ব্যাহত হচ্ছে। এদিন এই দৃশ্য দেখার পরই সেই সেতুর উপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় সেখানকার প্রশাসন।
আঙ্গারগড়িয়া থেকে গনপুর যাওয়ার রাস্তায় পুরাতনগ্রাম ও সেকেড্ডা গ্রামের মাঝে রয়েছে এই দ্বারকা নদী। সেই নদীর সেতুর উপর দিয়েই যাতায়াত এলাকার মানুষের। নদীর এপার- ওপার হওয়ার জন্য এই সেতু গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু এদিন হঠাৎ করেই এই সেতুতে ফাটল দেখা যায়। এমনটা দেখেই আতঙ্কিত হয়ে ওঠেন এলাকার মানুষরা।
এরপরই তাড়াতাড়ি দুর্ঘটনা এড়াতে তৎপর হয়ে ওঠে প্রশাসন। কোনওরকম দুর্ঘটনা যাতে না হয়, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে ওই সেতুর ওপর দিয়ে পারাপার মুহূর্তের মধ্যে বন্ধ করে দেওয়া হয়। গ্রামের মানুষদের এই বিষয়ে জনানো হয়েছে প্রশাসনের তরফে। তবে কেউ যাতে আচমকা সেই সেতু দিয়ে পারাপার না করতে যায়, তার জন্য নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সেতুর দুই পাশেই মোতায়েন করানো হয়েছে সিভিক ভলেন্টিয়ার।
এই সেতুই একমাত্র মাধ্যম নদী পারাপারের এলাকার মানুষের জন্য। তাই হঠাৎ করেই সেতু বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয়েছে সেতুর দুই প্রান্তের গ্রামবাসীদের। এখন ঝুঁকি নিয়েই চলছে বাইক ও সাইকেল নিয়ে পারাপার। যাতায়াত বন্ধ হওয়ার ফলে প্রায় 20 কিলোমিটার রাস্তা ঘুরে আসতে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষকে।
মহম্মদ বাজার ব্লকের ব্লক আধিকারিক অর্ঘ্য গুহ সেতুতে ফাটল প্রসঙ্গে জানান, ‘সেতুতে ফাটল দেখা দেওয়ায় জেলাশাসকের নির্দেশে ওই সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছে। আমরা জেলা পরিষদের সঙ্গে কথা বলেছি খুব শীঘ্রই। খুব শীঘ্রই সেতু মেরামতির কাজ শুরু হবে এবং সমস্যার সমাধান হবে।’
গ্রামবাসীদের এখন এই দুর্ভোগ পোহাতে হবে কিছুদিন, এমনই মনে করছেন তাঁরা। তবে প্রশাসনের তৎপরতায় খুব তাড়াতাড়িই নির্মানকার্য শেষ হবে বলেও আশাবাদী গ্রামবাসীরা।