নয়াদিল্লি: পূর্ব ঘোষণা মতোই বুধবার প্রথম দফায় ফ্রান্স থেকে ভারতে এল ৫টি রাফাল যুদ্ধবিমান। ২০১৬র ২৩ সেপ্টেম্বর ফরাসি সংস্থা দাসোল এভিয়েশন থেকে মোট ৩৬টি রাফাল কেনার জন্য ৫৯ হাজার কোটি টাকার চুক্তি হয়। নাকি বিমানগুলি ২০২২নাগাদ পাঠাবে ফ্রান্স।
পাকিস্তান ও চিনের সঙ্গে বর্তমান সঙ্কটের পরিপ্রেক্ষিতে রাফাল যুদ্ধবিমানের জন্য সামরিক শক্তির বিচারে ভারতের পাল্লা ভারী থাকবে। ৭০০০ কিমি আকাশপথ পেরিয়ে রাফাল বিমানগুলি ভারতে অম্বালায় ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে নামতেই সোস্যাল মিডিয়ায় উচ্ছ্বাসে ঢেউ বয়ে যায়। রাফালের প্রথম ঝলক নজরে পড়তেই অম্বালা সহ গোটা দেশের মানুষ খুশিতে মেতে ওঠেন।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ট্যুইট করেন, পাখীগুলো ভারতের আকাশসীমায় ঢুকেছে। অম্বালায় শুভ অবতরণ হোক। ভারতীয় বায়ুসেনার অফিসারদের তদারকিতে বিমানগুলি কিছু সময়ের জন্য় থেমেছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। সেখান থেকে সোজা অম্বালায়। পাকিস্তান, চিনের মোকাবিলায় ভারতীয় বায়ুসেনার শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া রাফালের আগমনের খবরে বহু মানুষই বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন। যেমন ক্রিকেটার মনোজ তেওয়ারি বলেই বসেন, রাফাল প্রাপ্তির ঐতিহাসিক দিনটা প্রতিবেশীদের কাছে ভূমিকম্পের সমান।


ঘরোয়া ক্রিকেটে বাংলার প্রতিনিধিত্ব করা মনোজ জানিয়েছেন, অতি সম্প্রতি কয়েকটি পড়শী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক যখন উত্তপ্ত হয়ে উঠেছে, তখন রাফালের তাদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার শক্তি দেবে ভারতকে। রিখটার স্কেলে সাড়ে আট মাত্রার ভূমিকম্পে আমাদের প্রতিবেশীরা কেঁপে উঠেছে রাফাল জেট ভারতের মাটিতে নামার পর, যদিও কোনও মৃত্য়ু ঘটেনি। বায়ুসেনার মুষ্টিবদ্ধ হাতের কী জোরই না বাড়ল। আমি একেবারে নিশ্চিত, নিকট ভবিষ্য়তে আমাদের প্রতিবেশীদের তরফে কোনও প্ররোচনা আসবে না।