নয়াদিল্লি : দিল্লিতে ফের ভূমিকম্প (Delhi NCR Earthquake )। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ৭। ভূকম্পনের কেন্দ্রস্থল আফগানিস্তান। জানা যাচ্ছে, ভূকম্পনের কেন্দ্রস্থল আফগানিস্তান, কেঁপে উঠল ভারতের দিল্লি, পঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, কাশ্মীর। ভূমিকম্পের জেরে কেঁপে উঠল চিন, তাজাকিস্তান, কাজাকস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, তুর্কমেনিস্তান।
হঠাৎ করে ভূমিকম্পের ধাক্কায় আতঙ্কিত হয়ে পড়েন দিল্লি-এনসিআরের বাসিন্দারা। বাড়ি ছেড়ে বেশিরভাগ মানুষ নেমে আসেন রাস্তায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ৪০ থেকে ৪৫ সেকেন্ড ধরে ভূমিকম্প অনুভব করেছেন তাঁরা। ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি সেভাবে হয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়। বাড়িতে শুধু নয়, যাঁরা রাস্তায় ছিলেন, সেই বাসিন্দারাও অনুভব করেছেন কম্পনের রেশ। পাশাপাশি প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, একবার নয় তিন তিনবার কম্পন অনুভব করেছেন তাঁরা। আতঙ্কিত বাসিন্দারা বেশিরভাগই এখনও ঘরে ফেরেননি। ভূ-কম্পের আফটার শক কিছুক্ষণের মধ্যে ফের যদি ধাক্কা দেয়, এই ভাবনাতেই বেশিরভাগ মানুষই রাস্তাতেই জড়ো হয়ে রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বেশিরভাগের বক্তব্য, হঠাৎ করে বেশ কিছুক্ষণ ধরে ভূমিকম্প অনুভব করেছেন তাঁরা।
প্রসঙ্গত, গোটা বিশ্বের মানুষের কাছে এখনও টাটকা তুরস্ক, সিরিয়ায় ভূমিকম্পের ধ্বংসলীলার ছবি। যেখানে কার্যত শ্মশানে পরিণত হয়েছে দুই দেশ। প্রায় ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু প্রত্যক্ষ করতে হয়েছে বিশ্ববাসীকে। তুরস্কের মতো ভয়াবহ না হলেও গত কয়েকমাসে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে নিউজিল্যান্ডেও। এদিকে, গত কয়েকমাস সেভাবে প্রভাবিত না হলেও গত বছরের শেষদিকে দিল্লি-এনসিআর এলাকায় একাধিক ভূমিকম্পের আঘাত দেখা গিয়েছিল।
গত নভেম্বরে মূলত দিল্লি-এনসিআর, নেপাল ভূমিকম্পের ধাক্কায় প্রভাবিত হয়েছিল। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৫.৪। উৎস ছিল উত্তরাখণ্ডের পিথোরাগড়। অবশ্য সেবারও ক্ষয়ক্ষতির কোনও খবর ছিল না। যার কিছুদিন আগেই মধ্যরাতে উত্তর ভারতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেবার কেঁপে উঠেছিল দিল্লি, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের একাংশ। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬ দশমিক ৩। সেই সময়ই নেপালে একটি ৬.৩ মাত্রার ভূমিকম্পর পর ফের আঘাত হয় ভারতের ভূখণ্ডে। কেঁপে উঠেছিল দেশের বিরাট অংশ। সেবার প্রায় ১ মিনিট ধরে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল সেখানে। দিল্লি-এনসিআর ছাড়াও উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ড, বিহার, হরিয়ানা এবং মধ্যপ্রদেশ পর্যন্ত ভূমিকম্পের শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল। ফের একবার সেই আতঙ্ক ফিরল দিল্লি, এনসিআর সহ একাধিক এলাকা কেঁপে ওঠায়।
আরও পড়ুন- বেচেন চা, কিনলেন ঝাঁ চকচকে মার্সিডিজ, প্রফুল্ল বিল্লোরকে চেনেন ?