নয়াদিল্লি: মারাত্মক ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। সোমবার দুপুরে একটু আগে আঘাত হানে ভূমিকম্প। সেদেশের প্রশাসন সূত্রে জানানো হয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন অনূভূত হয়েছে ইন্দোনেশিয়ায়।


এপিসেন্টার কোথায়?
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় সিয়ানজুর (Cianjur)এলাকায় ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল উৎপত্তিস্থল। এখনও সুনামির কোনও সতর্কতা দেওয়া হয়নি। 


 






একাধিক মৃত্যু:
দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ভূমিকম্পের কারণে একাধিক মৃত্যুর খবর মিলেছে। এএনআই- সূত্রে খবর, এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর মিলেছে। অন্তত তিন শতাধিক বাসিন্দা জখম হয়েছেন।

এটাই প্রথম নয়, কদিন আগেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়া।  গত শুক্রবারই পশ্চিম ইন্দোনেশিয়া কেঁপে উঠেছিল ভূমিকম্পে। রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৬.৯। সুমাত্রার বেংকুলু (Bengkulu)-এর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে Enggano- নামের একটি ছোট দ্বীপের কাছে সেই ভূমিকম্পের উৎসস্থল ছিল। তার কিছুক্ষণ পরেই আরও একবার কেঁপে ওঠে ওই এলাকা। যদিও তাতে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। ওই ভূমিকম্পের পরেই Indian Ocean Tsunami Warning and Mitigation System (IOTWMS) -থেকে একটি সতর্কতা দেওয়া হয়েছিল। যদিও তাতেও সুনামি সংক্রান্ত কোনও সতর্কতা ছিল না। 


কেন বারবার ভূমিকম্প?
প্রশান্ত মহাসাগরের 'রিং অফ ফায়ার'-এলাকায় অবস্থান ইন্দোনেশিয়ার। ভূতাত্ত্বিক গঠনের কারণেই এই এলাকায় প্রায়শই ছোট-বড় ভূমিকম্পের ঘটনা ঘটে। এই এলাকায় টেকটনিক প্লেট (tectonic plates)-এর অবস্থান এবং তাদের সংঘর্ষের কারণেই বারবার ভূমিকম্প সংক্রান্ত ঘটনা ঘটে থাকে। ২০১৮ সালে ওই এলাকায় একটি ভূমিকম্প এবর তার পরপরই সুনামি ঘটে, সেই ঘটনায় ২ হাজারেরও বেশি বাসিন্দার মৃত্যু হয়। তবে সাম্প্রতিক অতীতে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটেছিল ২০০৪ সালে। সুমাত্রা-আন্দামান ভূমিকম্পের কারণে বিপুল এলাকা জুড়ে সুনামি হয় এবং তার জন্য একাধিক দেশজুড়ে বিপুল ক্ষয়ক্ষতি হয়। ২ লক্ষেরও বেশি লোকের মৃত্যু হয়েছিল। ভারত মহাসাগরে, দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশ এবং ভারতের উপকূল এলাকাতেও বড়সড় ধাক্কা দিয়েছিল সুনামি। বহু প্রাণহানি এবং সম্পত্তির ক্ষতিও হয়েছিল।


    


 


আরও পড়ুন: ১৮,২০০-র বড় সাপোর্ট ভাঙল নিফটি, আতঙ্ক শুরু বাজারে, কীভাবে বিনিয়োগ করবেন?