নয়া দিল্লি: ইরান-ইজরায়েল সংঘাতে আরও উত্তপ্ত পশ্চিম এশিয়া। ইজরায়েলের ‘অপারেশন রাইজ়িং লায়ন’-এর পাল্টা হিসেবে ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি‘ শুরু করেছে ইরান। গতকাল রাত থেকেদু’পক্ষের লড়াই আরও তীব্র হয়েছে। এদিকে, সোমবার সকালে ইরানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিপোর্ট অনুসারে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে ভূমিকম্পটি হয়েছে। এর ফলে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
গত সপ্তাহে অনেক জায়গায় ভূমিকম্প হয়েছে। টাইমস নাও-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ইরানের কোম শহরে কম্পন অনুভূত হয়েছে। এখানে ভূমিকম্পের মাত্রা ছিল ২.৫। ফোর্ডো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিও এর কাছাকাছি। ইরানের আগে পাকিস্তানে ভূমিকম্প হয়েছিল। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে ৪.৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল।
এরই মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের দফতর ছাড়াও একাধিক তৈলখনিতে হামলা চালায় ইজরায়েল। ইরানের দাবি, আজ ভোরে জনবসতি এলাকায় বহুতল লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। পাল্টা জেরুজালেম এবং তেল আভিভে পরপর ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। ইরানি সেনার মিসাইল অ্যাটাকে বহু বাড়ি ভেঙে পড়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেল আভিভে আটতলা বহুতল ক্ষতিগ্রস্ত। ইরানের ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ে ইজরায়েলের বাট ইয়াম শহরে বহুতলের ওপর। ৩৫ জন নিখোঁজ, শতাধিক মানুষ আহত হয়েছেন।
শনিবার রাত পৌনে ১১টা থেকে রবিবার সকাল পর্যন্ত, পরমাণু কেন্দ্র থেকে তৈল শোধনাগার- ইরানের ৮০টি জায়গায় এয়ারস্ট্রাইক করেছে ইজরায়েল।
এদিকে, রবিবার ইরানকে হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যম ট্রুথ-এ তিনি লিখেছেন, রাতে ইরানের ওপর আক্রমণের সঙ্গে আমেরিকার কোনও সম্পর্ক নেই। যদি আমাদের ওপর ইরান কোনওভাবে বা কোনও ধরনের আক্রমণ করে, তাহলে আমেরিকার সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তি দিয়ে তোমাদের (ইরান) ওপর এমনভাবে আঘাত হানবে, যা আগে কখনও দেখা যায়নি।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের দাবি মানতে নারাজ তেহরানও। শনিবার ষষ্ঠ দফার পরমাণু বৈঠক বাতিল করে এর জন্য আমেরিকাকেই কার্যত দায়ী করেছিল ইরান। এদিন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, গত ২ দিন ধরে আমরা বিভিন্ন মাধ্যমে আমেরিকা থেকে বার্তা পেয়েছি যে, তারা এই হামলায় যুক্ত নয় এবং ভবিষ্যতেও যুক্ত হবে না। এরপরেই ইরানের বিদেশমন্ত্রী বলেন, আমেরিকার এই দাবিতে আমরা বিশ্বাস করি না। আমাদের কাছে এমন প্রমাণ আছে যা অন্যকিছু প্রমাণ করে। ইরানের দাবি, আমেরিকাকে স্পষ্টভাবে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে এবং পারমাণবিক কেন্দ্রগুলিতে হামলার নিন্দা করতে হবে।