পোর্ট ব্লেয়ার: এবার ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ (Earthquake)। গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয় সেখানে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৯।  পোর্টব্লেয়ার সংলগ্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। তবে হতাহতের খবর নেই এখনও পর্যন্ত। তবে বেশ কিছু জায়গাতেই কম্পন অনুভূত হয়েছে। গভীর রাতেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন সাধারণ মানুষ (Andaman And Nicobar Islands)।


ভূমিকম্পের উৎসস্থল ছিল পোর্টব্লেয়ারের ১২৬ কিলোমিটার দক্ষিণে


ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রাত ১২টা বেজে ৫৩ মিনিটে ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল পোর্টব্লেয়ারের ১২৬ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৬৯ কিলোমিটার গভীর থেকে কম্পন ছড়িয়ে পড়ে বলে জানানো হয়েছে।



ভূমিকম্পের পর রাত থেকে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। কোথায়, কত ক্ষয়ক্ষতি হয়েছে, জানা যায়নি তা-ও। তবে যে তীব্রতায় কম্পন অনুভূত হয়েছে, তাতে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সেই সম্পর্কে বিশদ তথ্য় উঠে আসতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এই ভূমিকম্পের পর, আগামী কয়েক দিনে আফটারশকের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তবে এখনও পর্যন্ত সুনামি সতর্কতা বা সতর্কতামূলক পদক্ষেপের ঘোষণা করেনি কেন্দ্র।


আরও পড়ুন: Indian Economy: ৪ বছরে জাপান, জার্মানিকে পিছনে ফেলে দেবে ভারত, অর্থনীতিতে আসবে 'সুনামি'


এর আগে, মার্চ মাসে মিজোরাম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ক্য়াম্পবেল বে এলাকা পর পর দু'বার ভূমিকম্পে কেঁপে ওঠে। সেবার ক্য়াম্পবেল বে-তে রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৬। মিজোরাম কেঁপে উঠেছিল ৪.৭ তীব্রতার ভূমিকম্পে। তার চেয়ে এবাররে ভূমিকম্পের তীব্রতা অনেকটাই বেশি।


বার বার, একাধিক বার ভূমিকম্প আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে


তার পর, এপ্রিল মাসে মিজোরাম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ক্য়াম্পবেল বে এলাকা পর পর দু'বার ভূমিকম্পে কেঁপে ওঠে। সেবার ক্য়াম্পবেল বে-তে রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৬। মিজোরাম কেঁপে উঠেছিল ৪.৭ তীব্রতার ভূমিকম্পে।


আবার, গত বছর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে কমপক্ষে ২২ বার কম্পন অনুভূত হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে প্রত্যেকটির তীব্রতা ছিল ৩.৮ থেকে ৫। তবে তার চেয়ে এবাররে ভূমিকম্পের তীব্রতা অনেকটাই বেশি।