কলকাতা: ফের বদলাবে হাওয়া! পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee)-র পরিচালনায় আসছে 'হাওয়া বদল ২' (Hawa Bodol 2)। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল 'হাওয়া বদল' ছবিটি। ১১ বছর পরে, 'হাওয়া বদল ২' নিয়ে আসছেন পরমব্রত। আগের ছবির কাস্টিংই থাকছে এই ছবিতে, তবে গল্প সম্পূর্ণ আলাদা। মুখ্যভূমিকায় দেখা যাবে রাইমা সেন (Raima Sen), রুদ্রনীল ঘোষ (Rudraneel Ghosh) ও পরমব্রতকে।
এই গল্প দুই বন্ধুর। জিৎ ও রাজর্ষি। দুই বন্ধুর দেখা হয় দীর্ঘদিন পরে। দীর্ঘদিন যথাক্রমে লন্ডন ও কলকাতায় ছিল তারা। দীর্ঘদিন পরে দুই বন্ধু যখন দেখা হয়, তখন তাঁদের নিজেদের জীবন বদলে গিয়েছে, রয়েছে নিজেদের একটা একটা গল্পও। রাজর্ষি বর্তমানে রকস্টার। তার প্রেমিক কাজললতা। অন্যদিকে, লন্ডনে ব্যবসা করতে গিয়ে বিপদে পড়েছে জিৎ। জীবনের এই মোড়ে তাদের দেখা হয়। তারপর?
'হাওয়া বদল' ছবির গল্পে তুলে ধরা হয়েছিল এমন দুই বন্ধুর কথা, যারা মনে করেছিল, একে অপরের সঙ্গে জীবন বদলে নিলেই যেন সব সুখ। ঠিক যেন সেই 'ইচ্ছাপূরণ'-এর গল্প। বাবা আর ছেলে মনে করতেন, অপর জনের জীবনেই বোধহয় যাবতীয় সুখ। কেবল যদি শরীরটুকু বদলে নেওয়া যেত, তাহলেই সুখী হওয়া যেত। কিন্তু একদিনের জন্য শরীর বদলে ভুল বুঝতে পারেন বাবা ও ছেলে, ফিরে যেতে চান নিজেদের জীবনে। 'হাওয়া বদল' ছবিতে এমনই দুই বন্ধুর গল্প তুলে ধরেছিলেন পরিচালক পরমব্রত। তবে 'হাওয়া বদল ২' আগের ছবিটির সিক্যুয়াল নয়। এখানে রয়েছে নতুন চরিত্ররা। আর তাই, দর্শকেরা প্রত্যাশা করছেন গল্প ঘিরে থাকবে একাধিক নতুন চমক। এস কে মুভিজ ও রোড শো প্রযোজনা সংস্থার যৌথ প্রযোজনাতে মুক্তি পাবে এই ছবি।
এই ছবির চিত্রনাট্য লিখেছেন পাভেল (Pavel)। ছবি পরিচালনায় পরমব্রত। ছবিতে পরমব্রত, রুদ্রনীল ও রাইমা ছাড়াও রয়েছেন অনুষা বিশ্বনাথন (Anusha Viswanathan), কবীর ভট্টাচার্য্য (Kabir Bhattacharya) ও চঞ্চল ঘোষ (Chanchal Ghosh)। আজ এই ছবির মহরত রয়েছে। খুব তাড়াতাড়ি শুরু হবে এই ছবির শ্যুটিং।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন