লিমা : তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পেরু। শুক্রবার মধ্য পেরুর উপকূলবর্তী এলাকায় কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২। এমনই জানিয়েছে আমেরিকার জিওলজিক্যাল সার্ভে। এর জেরে সুনামির সতর্কবার্তা থাকলেও, পরে সেই আশঙ্কা কেটে যায়।


ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পেরুর অ্যাটিকুইপা জেলায়। প্রাথমিক পর্যবেক্ষণের পর পেরুর প্রধানমন্ত্রী ঘোষণা করেন, হতাহতের কোনও খবর নেই। 


স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, পড়শি আয়াকুচো ও ইকাতেও ভূমিকম্পের রেশ ছড়িয়ে পড়ে। সংবাদ সংস্থা AFP সূত্রের খবর, প্রশান্ত সুনামি সতর্কবার্তা কেন্দ্রের তরফে প্রাথমিকভাবে বলা হয়েছিল, সুনামির কোনও আশঙ্কা নেই। পরে অবশ্য তারা সতর্কবার্তা জারি করে জানিয়ে দেয় যে, জল স্তর ১ থেকে ৩ মিটার পর্যন্ত হতে পারে। যদিও তারও পরে জানিয়ে দেওয়া হয় যে, ভূমিকম্পের জেরে আর সুনামির আশঙ্কা নেই।


বিশ্বের অন্য প্রান্তে ভূমিকম্প


চলতি মাসে আচমকা ভূমিকম্পে  (Earthquake) কেঁপে ওঠে আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়, ভোররাত নাগাদ আচমকা ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের (Afghanistan) বিস্তীর্ণ এলাকা। এই ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৪.৩। প্রসঙ্গত উল্লেখ্য, ভূমিকম্পপ্রবণ জায়গা হিসেবে এমনিতেই অনেক উপরের তালিকায় নাম রয়েছে আফগানিস্তানের। মাঝে মধ্যেই হিন্দুকুশ পর্বত সহ বিভিন্ন এলাকার মানুষগুলিকে মুখোমুখি হতে হয় ভূমিকম্পের। ভূ-বিজ্ঞানীদের মতে এমনিতেই আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের বিভিন্ন অঞ্চল ভূমিকম্পপ্রবণ এলাকা বলে পরিচিত। তারমধ্যে আফগানিস্তানে ভূমিকম্প বেশি হয়। ফলে বাড়ে ক্ষয়ক্ষতির সংখ্যাও


গত এপ্রিল মাসে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়া। গভীর রাতে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৫। ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভার দক্ষিণ অংশে তীব্র কম্পন অনুভূত হয়। 


এমনিতে দ্বীপরাষ্ট্রগুলিতে প্রায়শই ভূমিকম্প হয়। ইন্দোনেশিয়াও তার ব্যতিক্রম নয়। বরং ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবেই পরিচিত ইন্দোনেশিয়া। প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের মধ্যেই পড়ে, অর্থাৎ সেখানে মাটির নীচের পাতগুলি তুলনামূলক ভাবে বেশি সক্রিয়।


এর আগে, ২০২২ সালে জাভার পশ্চিমের চিয়ানজুর শহরে তীব্র ভূমিকম্প হয়। সেবার রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬।  ওই ভূমিকম্পে কমপক্ষে ৬০২ জন প্রাণ হারান। ২০১৮ সালেও ভূমিকম্প হয় ইন্দোনেশিয়ায়, সেবার কম্পনের দোসর হয় সুনামি, তাতে প্রায় ৪৩০০ মানুষ মারা যান। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।