ফের ভূমিকম্প। কয়েক দিনের ব্যবধানে আবার কেঁপে উঠল পাকিস্তানের মাটি। শনিবার (১২ এপ্রিল) দুপুরে ভূমিকম্প অনুভূত হয় পড়শি দেশের বিস্তীর্ণ এলাকায় । রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৮। ভূমিকম্পের অভিঘাত ছিল বেশ তীব্র। পাকিস্তানের পাশাপাশি কম্পনের প্রভাব এসে পড়ে ভারতেও।
পাকিস্তানের সঙ্গে কেঁপে উঠেছে ভারতের জম্মু ও কাশ্মীরও। মৃদু ভূমিকম্প হয়েছে ভূস্বর্গে। ভূমিকম্প অনুভূত হওয়ার ,সঙ্গে সঙ্গেই মানুষ নিজেদের প্রাণ বাঁচাতে উন্মুক্ত স্থানে বেরিয়ে আসে। এখনও পর্যন্ত ভূমিকম্পের এই আঘাতের ফলে কোনও প্রাণহানি বা ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প সম্পর্কে কী জানাচ্ছে National Center for Seismology?
National Center for Seismology জানাচ্ছে পাকিস্তানে শনিবার (১২ এপ্রিল) দুপুর ১ টা ৫৫ মিনিটে ভূমিকম্পের আঘাত অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৩ । কম্পনের ভরকেন্দ্র ছিল পাকিস্তানের ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
পাকিস্তানে একই দিনে দুবার ভূমিকম্প
National Center for Seismology-র প্রতিবেদন বলছে, পাকিস্তানে শনিবার (১২ এপ্রিল) একই দিনে দুবার ভূমিকম্পের আঘাত অনুভূত হয়েছে। পাকিস্তানে শনিবার সকাল ১১ টা ৫৫ মিনিটে প্রথম আঘাত অনুভূত হয়। যার গভীরতা ছিল পাকিস্তানের ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে সমুদ্রপৃষ্ঠের ৭২ কিলোমিটার গভীরে । ভূমিকম্পের পর কোনও বড় বিপদের সতর্কবার্তা দেয়নি National Center for Seismology। এর আগে ৫ এপ্রিল সকালে পাপুয়া নিউ গিনির নিউ ব্রিটেন উপকূলে ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
মায়ানমারে ভূমিকম্পে ৩০০০ এরও বেশি মানুষ নিহত ২৮ মার্চ মায়ানমারে একটি ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তছনছ হয়ে যায় সবকিছু। এখন পর্যন্ত তিন হাজার জনেরও বেশি মানুষ মারা যাওয়ার খবর পাওয়া দিয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এই ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এর কম্পন ব্যাংকক থেকে ভারতের দিল্লি-এনসিআর পর্যন্ত অনুভূত হয়েছিল। ভূমিকম্পের প্রভাব কেবল মায়ানমারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও একটি বহুতল ধসে কমপক্ষে ৩০ জন মারা যান।