Earthquake: দিল্লি-এনসিআরে (Delhi NCR) ফের ভূমিকম্প (Earthquake) হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, দিল্লি ছাড়াও লখনউতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ৪দিনের মধ্যেই ফের কাঁপল দিল্লি-এনসিআর। ভূমিকম্পের উৎসস্থল নেপাল। সোমবার বিকেলের দিকে এই কম্পন অনুভূত হয়েছে সেখানে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.৬ বলে জানা গিয়েছে। তবে এই কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। 


 






 


কয়েকদিন আগেই জোরালো ভূমিকম্পে কেঁপে উঠছিল দিল্লি-এনসিআর। রাজধানী এলাকায় কম্পনের আতঙ্কে অনেকেই বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। অল্প সময়ের পর তা থেমে গেলেও তৈরি হয় আতঙ্কের আবহ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এবারের কম্পনের এপিসেন্টার উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে ২৩৩ কিলোমিটার উত্তরে। আজ রাজধানী শহরের বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়েছে বলে খবর। 


গত শুক্রবার নেপালে একটি শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৪। এই কম্পনের প্রভাবে অন্তত ১৫৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পরিসংখ্যান অনুসারে, ২০১৫ সালের পর থেকে নেপালের এই ভূমিকম্প হিমালয়ান নেশনের নিরিখে সবচেয়ে ক্ষতিকর কম্পন। এমনিতেই নেপাল বিশ্বের সবচেয়ে সক্রিয় টেকটনিক জোনের উপর অবস্থিত। এখানে ভূমিকম্প বেশি হওয়ার প্রবণতা রয়েইছে। তারই উদাহরণ পাওয়া গিয়েছে আবার। 


কয়েকদিন আগের ভূমিকম্প


দিল্লি এনসিআরের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছিল কলকাতাতেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল। সেখানের পর দিল্লি এনসিআর, কলকাতা, বিহারের বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হতে শুরু করে। জানা যায়, ভৃপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্রস্থল। নেপালে ভূমিকম্পের উৎসস্থল হওয়ার জেরে দিল্লি-এনসিআরের পাশাপাশি কেঁপে ওঠে উত্তরপ্রদেশ, বিহার। বেশ কিছুক্ষণ ধরে কম্পন অনুভূত হয়। কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয় কয়েক সেকেন্ডের জন্য। জানা যায়, ভূমিকম্পের উৎসস্থল কলকাতা থেকে ৯২৫ কিলোমিটার দূরে ছিল। পাশাপাশি ওই এলাকা লখনউ থেকে ২৫৩ কিলোমিটার দূরে অবস্থিত ছিল বলেও জানা যায়।


আরও পড়ুন- মাঝ আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম, রুদ্র হেলিকপ্টার থেকে ‘আগুন ও ইস্পাত’ বর্ষণ সেনার, ভাইরাল ভিডিও


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial