নয়াদিল্লি : ভূমিধসের জেরে জোশীমঠে বাড়ছে ফাটল। তার মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল পাশের জেলা উত্তরকাশী। রাত ২.১২ নাগাদ উত্তরকাশীতে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৯।


উত্তরকাশীতে ভূমিকম্প
উত্তরকাশীতে রাত ২.১২ নাগাদ ভূমিকম্প হয়। উত্তরকাশী এবং জোশীমঠ উভয়ই উত্তরাখণ্ডের গাড়ওয়াল অঞ্চলে অবস্থিত। উত্তরকাশী থেকে জোশীমঠের দূরত্ব ২৮৫ কিমি।  এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর নেই, তবে জোশীমঠের অবস্থা দেখে সবাই ভয় পাচ্ছে যে ভূমিকম্পের সামান্য কম্পনও বড় ধরনের ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে। প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সতর্ক অবস্থানে রয়েছেন।


এরই মধ্যে আতঙ্ক ধরাচ্ছে জোশীমঠের স্যাটেলাইট ছবি। ইন্ডিয়ান স্পেস রিসার্চ সেন্টার (ইসরো) জোশীমঠের  যে স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে, তাতে স্পষ্ট গত ১২ দিনে জোশীমঠের জমি ৫.৪ সেন্টিমিটার তলিয়ে গেছে।


ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার উত্তরাখণ্ড শহরের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে । সেখানে দেখা যাচ্ছে, ২৭ ডিসেম্বর ( 2022 ) থেকে ৮ জানুয়ারি (২০২৩ ) এর মধ্যে ১২ দিনে ৫.৪ সেমি বসে গিয়েছে পার্বত্য জনপদ । 


সঙ্কটমুক্তির উপায় কী 


এদিকে, জোশীমঠ যখন সঙ্কট কাটিয়ে ওঠার উপায় খুঁজছে, পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন যে জনপদের মানুষদের এই মুহূর্তে নামিয়ে আনা ছাড়া উপায় নেই। কারণ এই বিপর্যয়ের হাত থেকে রক্ষার পথ নেই।  


জোশী মঠের পরিস্থিতি ভয়াবহ। উঠে এসেছে ভয়ঙ্কর সব দৃশ্য! জোশীমঠে বিপর্যয়ের মুখে অনেক হোটেল ভেঙে গুলি  ভাঙার কাজ শুরু হয়েছে। মাথার ওপর ছাদ ভেঙে পড়ার আশঙ্কায়, প্রাণভয়ে ঘর ছেড়েছেন সাধারণ মানুষ!     


২০১৬ থেকে জোশীমঠের কাছেই শুরু হয় চারধাম প্রকল্প।  যার জন্য জায়গায় জায়গায় পাহাড় কাটা হচ্ছে! এই অঞ্চলেই তৈরি হচ্ছে দুটি জলবিদ্যুৎ প্রকল্প। একটি এনটিপিসির এবং অপরটি বেসরকারি সংস্থার উদ্যোগে। জল আনার জন্য টানেল বোরিং মেশিন দিয়ে ৮ কিলোমিটার সুড়ঙ্গ বানিয়েছে এনটিপিসি। এসব কারণের জন্যই কি ধীরে ধীরে বসে যাচ্ছে জোশীমঠ? প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা ।