বিটন চক্রবর্তী, হলদিয়া (পূর্ব মেদিনীপুর) : করোনা আবহে দীর্ঘদিন বন্ধ স্কুল। যার প্রভাব পড়ছে পঠন-পাঠনে। সেকথা চিন্তা করেই এবার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাসের উদ্যোগ নেওয়া হল পূর্ব মেদিনীপুরে। জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা-অভিভাবকরা।
করোনা আবহে দীর্ঘদিন লকডাউন, বিধি-নিষেধ চলেছে। এখনও লাগু রয়েছে নিয়ম-কানুন। এই পরিস্থিতিতে গত বছর থেকে বন্ধ রয়েছে স্কুল-কলেজ। বাতিল হয়েছে পরীক্ষাও। ফলে, ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। সেদিকে লক্ষ্য রেখেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রথম অনলাইন ক্লাস শুরু হতে চলেছে ২ অগাস্ট থেকে।
জেলা শিক্ষা দফতরের অফিসার শিল্পী সিনহা জানান, করোনা আবহে স্কুল বন্ধ। শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে যেতে পারছে না। ফলে, ছাত্র-ছাত্রীরা ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই জেলা প্রশাসনের উদ্যোগে অনলাইন ক্লাস চালু করা হচ্ছে শুধুমাত্র একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য। শিক্ষক-শিক্ষিকাদের পড়ানো ভিডিও ইউটিউবে আপলোড করা হবে।
জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি ছাত্র-ছাত্রীরা। একাদশ শ্রেণির ছাত্রী শ্রীজা অধিকারী জানায়, করোনা পরিস্থিতিতে পড়াশোনার ক্ষতি হচ্ছে । আমরা চেয়েছিলাম এরকম একটা উদ্যোগ নেওয়া হোক। তাই এই উদ্যোগে খুশি সে।
এই উদ্যোগে খুশি শিক্ষক-শিক্ষিকারাও। হলদিয়া পুনর্বাসন হাই স্কুলের প্রধান শিক্ষক তপন জানা জানান, জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তবে প্রশাসন যদি অনুমতি দিত যে প্রত্যেক স্কুলে শিক্ষকরা এভাবে করতে পারবেন তাহলে তা আরও ভাল হত।
উল্লেখ্য, করোনা সংক্রমণের জেরে দেশের অন্যান্য জায়গার মতোই রাজ্যে এখনও চালু হয়নি স্কুল-কলেজ। এদিকে দীর্ঘদিন স্কুল যেতে না পারায় পড়াশোনার পাশাপাশি একাংশ ছেলে-মেয়ে মানসিক সমস্যাতেও ভুগছে। তারা চাইছে, শীঘ্রই স্বাভাবিক হোক স্কুলের পঠন-পাঠন। কিন্তু, সে তো বলবে সময়। কারণ, সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসার উপর তা নির্ভর করছে। এই পরিস্থিতিতে জেলার ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনে যাতে কোনও ব্যাঘাত না ঘটে তার জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থার করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।