পূর্ব মেদিনীপুর: ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ থেকে শুরু করে আলুর দাম বৃদ্ধি ও পুরোহিত ভাতা-- একাধিক ইস্যু নিয়ে তৃণমূল শাসিত রাজ্য প্রশাসনকে আক্রমণে বিদ্ধ করলেন দিলীপ ঘোষ।
রবিবার, শুভেন্দুর গড় পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় জনসভায় বক্তব্য পেশ করছিলেন বিজেপি রাজ্য সভাপতি। সেখানে তিনি ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, ‘ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণের টাকা কোথায় গেল? তাঁর অভিযোগ, ‘ক্ষতিপূরণের টাকায় স্বজনপোষণ করেছে তৃণমূল।’
আলুর দাম বৃদ্ধির নেপথ্যে কাটমানি সমস্যাকেই দায়ী করেন দিলীপ। তাঁর দাবি, ‘আলুর দাম বাড়ার নেপথ্যে কাটমানি রয়েছে। বলেন, ‘তৃণমূল নেতাদের কাটমানি দিতে আলুর দাম বৃদ্ধি করা হয়েছে।’
তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি, রাজ্যে পরিবর্তনের ডাক দেন তিনি। বলেন, মোদি সরকারের ‘মোদির নেতৃত্বে বাংলায় পরিবর্তন করতে হবে।’ তাঁর মতে, ‘বিজেপি কোনও বিভাজন করে না। মোদির প্রকল্পে রাজ্যের সংখ্যালঘুরাও উপকৃত।’
দিলীপ দাবি করেন, আগামী নির্বাচনে ‘২০০-র বেশি আসন পেয়ে সরকার গড়বে বিজেপি।’ বলেন, ‘বিজেপিতে যোগ দিতে চাইলেই পুলিশকে দিয়ে চাপ, তৃণমূল করনেই সাতখুন মাফ।’ তিনি যোগ করেন, ‘এক মাস পর দিদির পুলিশের দাঁত ভাঙবেন অমিত শাহ।’
তাঁর দাবি, ‘সংখ্যালঘুদের এতদিন শুধু ভোটার করে রাখা হয়েছিল। পুরোহিত ভাতার তালিকাতেও তৃণমূল নেতাদের নাম রয়েছে। তৃণমূল অফিসে তৈরি হচ্ছে পুরোহিত ভাতার তালিকা।’