নয়াদিল্লি: ২৫ নভেম্বর রাজ্যের ৩ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। একই দিনে ভোট উত্তরাখণ্ডের একটি আসনেও। গণনা ২৮ তারিখ। ঘোষণা নির্বাচন কমিশনের।
করিমপুর, কালিয়াগঞ্জ, খড়গপুর সদর-- রাজ্যের এই তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। একইসঙ্গে উপনির্বাচন হবে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে। এই চারটির ক্ষেত্রেই, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ নভেম্বর। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। এই চার কেন্দ্র যে জেলায় অবস্থিত, সেখানে এদিন থেকেই আদর্শ নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়ে গেল।
রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ২৫ নভেম্বর, ফল ২৮ তারিখ
Web Desk, ABP Ananda
Updated at:
25 Oct 2019 06:38 PM (IST)
করিমপুর, কালিয়াগঞ্জ, খড়গপুর সদর-- রাজ্যের এই তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -