নয়াদিল্লি: ২৫ নভেম্বর রাজ্যের ৩ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। একই দিনে ভোট উত্তরাখণ্ডের একটি আসনেও। গণনা ২৮ তারিখ। ঘোষণা নির্বাচন কমিশনের।
করিমপুর, কালিয়াগঞ্জ, খড়গপুর সদর-- রাজ্যের এই তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। একইসঙ্গে উপনির্বাচন হবে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে। এই চারটির ক্ষেত্রেই, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ নভেম্বর। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। এই চার কেন্দ্র যে জেলায় অবস্থিত, সেখানে এদিন থেকেই আদর্শ নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়ে গেল।