নয়াদিল্লি: নির্বাচন কমিশন শোকজ নোটিস পাঠাল অরবিন্দ কেজরিবালকে। আগামীকাল দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তার আগের দিন বিরোধীদের টার্গেট করতে নিজের ট্যুইটার হ্যান্ডলে হিন্দু-মুসলিম ভিডিও পোস্ট করায় দিল্লির মুখ্যমন্ত্রীকে নোটিস দিয়ে কমিশন বলেছে, প্রাথমিকভাবে তাদের অভিমত, সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্ন হতে পারে ওই ভিডিওর জন্য। তাঁকে শনিবার বিকেল ৫টার আগে জবাব পাঠাতে বলা হয়েছে। ভিডিওতে বোঝানোর চেষ্টা হয়েছে, অন্য সব দল ও মিডিয়া হিন্দু-মুসলিম ইস্যু, সিএএ, মন্দির-মসজিদ নিয়ে মাথা ঘামালেও কেজরিবাল কথা বলছেন উন্নয়ন. স্কুল, নারী সুরক্ষা নিয়ে।
বিজেপি ৩ ফেব্রুয়ারির ওই ভিডিও নিয়ে কমিশনে অভিযোগ জানায় যে, এটি ‘বর্তমান বিরোধ, সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে’।
এদিকে কেজরিবাল আজ মন্দির দর্শন করে ট্য়ুইট করেছেন, তাঁকে হনুমান দেবতা ভরসা দিয়েছেন। তাঁর সরকারের কাজের প্রশংসা করেছেন হনুমান। পুরানো হনুমান মন্দিরের আশীর্বাদ পেলাম। দিল্লি ও ভারতের উন্নতির জন্য প্রার্থনা করলে ভগবান বলেন, তুই তো ভাল কাজ করছিস। এভাবে মানুষের সেবা করে যা। কঠিন পরিশ্রমের ফলের ব্যাপারটা আমার ওপর ছেড়ে দে। সব ভালই হবে।
এর আগেও কেজরিবাল হনুমানের নাম করেছিলেন, তবে বিজেপিকে নিশানা করে। বলেছিলেন, বিজেপি বিপদে পড়েছে আমি হনুমান চালিশা পড়ছি বলে। আমি চাই, ওরা রোজ ওটা পাঠ করুক, তবে শান্তি পাবে, ওদের মুখের ভাষারও উন্নতি হবে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গত কয়েকদিনে কেজরিবালের প্রচারে ধর্মের ব্য়বহার দেখা যাচ্ছে। তিনি দলের লোকজনকে ‘ঈশ্বরে ভরসা করতে’ বলছেন, ‘পবিত্র শক্তি’ তাদের সঙ্গে আছে বলেও আশ্বস্ত করছেন। বিরোধী শিবির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অযোধ্যায় রামমন্দির তৈরির জন্য ১৫ সদস্যের ট্রাস্ট তৈরির ঘোষণার সময়কাল নিয়ে প্রশ্ন তুললেও কেজরিবাল তাকে স্বাগত জানিয়েছেন। বলেছেন, ভাল কাজের কোনও বিশেষ নির্দিষ্ট সময় হয় না।
ট্যুইটার হ্যান্ডলে ‘হিন্দু-মুসলিম’ ভিডিও, কেজরিবালকে শোকজ নোটিস নির্বাচন কমিশনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Feb 2020 09:35 PM (IST)
তাঁকে শনিবার বিকেল ৫টার আগে জবাব পাঠাতে বলা হয়েছে।
বিজেপি ৩ ফেব্রুয়ারির ওই ভিডিও নিয়ে কমিশনে অভিযোগ জানায় যে, এটি ‘বর্তমান বিরোধ, সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে’।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -