একদিনের ক্রিকেটের বিশ্বকাপে সেফিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিদায়ের পর ক্রিকেট থেকে বিরতি নেন ধোনি। তারপর থেকে তাঁকে আর নীল জার্সিতে দেখা যায়নি। কিন্তু তা বলে, ক্রিকেট মহলে তাঁকে নিয়ে আলোচনা কখনও বন্ধ হয়নি। এরইমধ্যে মলদ্বীপে তাঁর ফুচকা পরিবেশনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে।
ভিডিওতে ঝাড়খণ্ডের এই ক্রিকেটারকে চামচে করে ফুচকায় মশলা ভরে প্রাক্তন দুই সহ খেলোয়াড় আরপি সিংহকে পরিবেশন করতে দেখা গিয়েছে। সেখানে ছিলেন পীযূষ চাওলাও। এই লেগ স্পিনার সম্প্রতি আইপিএলে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন। তাঁর প্লেটেও এই লোভনীয় খাবার পরিবেশন করলেন মাহি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্বেচ্ছায় দূরে থাকার সময় ধোনি সোশ্যাল মিডিয়া থেকে অবশ্য দূরে থাকেননি। এই প্ল্যাটফর্মে তিনি বেশ সক্রিয়।