দেখুন: ফুচকায় মশলা ভরে ধোনি খাওয়ালেন আরপি সিংহ ও পীযূষ চাওলাকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Feb 2020 06:28 PM (IST)
এরইমধ্যে মলদ্বীপে তাঁর ফুচকা পরিবেশনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে।
নয়াদিল্লি: মাঠে ও মাঠের বাইরে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে বরাবর শান্ত ও সংযত থাকতে দেখতেই অভ্যস্ত তার অনুরাগীরা। এজন্য ক্যাপ্টেন কুলের তকমাও জুড়ে গিয়েছিল তাঁর নামের সঙ্গে। বিগত কিছুদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যত নিয়ে জোর জল্পনা চলছে। কিন্তু এ ব্যাপারে ধোনির কোনও মন্তব্য এখনও সামনে আসেনি। এরইমধ্যে তাঁকে চুটিয়ে ছুটি কাটাতে দেখা গিয়েছে। এরইমধ্যে ফুচকা পরিবেশন করতেও দেখা গেল তাঁকে। একদিনের ক্রিকেটের বিশ্বকাপে সেফিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিদায়ের পর ক্রিকেট থেকে বিরতি নেন ধোনি। তারপর থেকে তাঁকে আর নীল জার্সিতে দেখা যায়নি। কিন্তু তা বলে, ক্রিকেট মহলে তাঁকে নিয়ে আলোচনা কখনও বন্ধ হয়নি। এরইমধ্যে মলদ্বীপে তাঁর ফুচকা পরিবেশনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ভিডিওতে ঝাড়খণ্ডের এই ক্রিকেটারকে চামচে করে ফুচকায় মশলা ভরে প্রাক্তন দুই সহ খেলোয়াড় আরপি সিংহকে পরিবেশন করতে দেখা গিয়েছে। সেখানে ছিলেন পীযূষ চাওলাও। এই লেগ স্পিনার সম্প্রতি আইপিএলে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন। তাঁর প্লেটেও এই লোভনীয় খাবার পরিবেশন করলেন মাহি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্বেচ্ছায় দূরে থাকার সময় ধোনি সোশ্যাল মিডিয়া থেকে অবশ্য দূরে থাকেননি। এই প্ল্যাটফর্মে তিনি বেশ সক্রিয়।