রুমা পাল, কলকাতা: ২০২৪-এর লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) দামামা কার্যত বেজে গিয়েছে।  বুধবার প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। তার আগে মঙ্গলবার সর্বদলীয় বৈঠকে উঠে এল ভোটকর্মীদের নিয়োগ থেকে ভূতুড়ে ভোটারের প্রসঙ্গ। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। আগামী বছরের ৫ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। 


সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক


মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। উপস্থিত ছিলেন সিপিএম, কংগ্রেস থেকে তৃণমূল-বিজেপি সব দলেরই প্রতিনিধিরা। সেখানে বুথ লেভেল অফিসার নিয়োগে স্বচ্ছতা, রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্ট হওয়ার যোগ্যতার মতো একাধিক বিষয়ের ওপর জোর দেয় সিপিএম, কংগ্রেস। 


সর্বদলীয় বৈঠকে ভোটকর্মীদের নিয়োগ থেকে ভূতুড়ে ভোটারের প্রসঙ্গ


সিপিএম নেতা রবীন দেব বলেছেন, ৮০ হাজার ৪৫৩ বুথ হচ্ছে। বুথের সংখ্যা বাড়ছে। যারা বুথ লেভেল অফিসার, তারা কীভাবে নিয়োগ হচ্ছে, সেটা কমিশনকে দেখতে হবে। ইলেকট্ররাল রেজিস্ট্রেশন অফিসার। বুথ লেভেল এজেন্টরা ওই ওয়ার্ডের হতে হবে। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় বলেছেন, বুথ লেভেল অফিসারদের খুঁজে পাওয়া যায় না। পাশাপাশি এদিনের বৈঠকের শেষে উঠে আসে ভূতুড়ে ভোটারের প্রসঙ্গও। 


আগামী বছরের ৫ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা


তৃণমূল বিধায়ক ও বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, 'আমরা বলেছি বৈধ ভোটারদের নাম নথিভুক্ত করতে। কারও নাম বাদ যেন না যায়। ভূতুড়ে ভোটার সিপিএমের তৈরি করা।বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেছেন, ডিলিমিটেশনের ফলে কারচুপি যেন না হয়। কমপ্লেক্সে পোলিং বুথ করতে। ভুয়ো ভোটার সিপিএম তৈরি করেছে, এই রাজ্য সরকার কন্টিনিউ করেছেন।বুধবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ৯ ডিসেম্বর পর্যন্ত সংশোধনের কাজ চলবে। আগামী বছরের ৫ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। 


আরও পড়ুন, 'সিপিএমও করেছে নিজের স্বার্থে, TMCও তাই..', টাটার ক্ষতিপূরণ নিয়ে প্রতিক্রিয়া দিলীপের


প্রসঙ্গত, রাজস্থান ও মধ্যপ্রদেশ সহ দেশের ৫টি রাজ্যে শীঘ্রই বিধানসভা নির্বাচন হতে চলেছে। আর সব ঠিক থাকলে আগামী বছরেই লোকসভা নির্বাচন। বিধানসভা থেকে লোকসভা কিংবা স্থানীয় ভোট- সবক্ষেত্রেই সাধারণ মানুষ নিজের মত প্রকাশ করেন ব্যালট বাক্স কিংবা ইভিএম-এ।আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ভোটের প্রস্তুতি শুরু হয়েছে। রাজনৈতিক দল ও নেতারাও নির্বাচনী লড়াইয়ে নামতে প্রস্তুত। ভোটের সময় আসার আগে থেকেই ভোটার কার্ড সংশোধন, নতুন ভোটার কার্ড তৈরি, ভোটার তালিকায় নাম তোলার কাজ শুরু হয়ে যায়।