কলকাতা: টাটাকে ক্ষতিপূরণের নির্দেশকে গতকাল স্বাগত জানিয়ে, মমতাকে তীব্র আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ আরও একধাপ এগিয়ে তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি স্পষ্ট বলেছেন, 'এর দায়টা কে নেবে?..ক্ষমা চাইতে হবে মানুষের কাছে।'


এদিন দিলীপ ঘোষ বলেছেন, 'এরা রাজনৈতিক স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছে তাতে সামাজিক বা দেশের কোন লাভ হয়নি। এত বড় শিল্পপতি কে ওখান থেকে সরানো। তিন ফসলি জমি দেওয়াটাও ঠিক হয়নি আবার সেই জমিকে বন্ধ করে দিয়ে বেকার করে দেওয়ার কোনও মানে হয় না। সিপিএমও করেছে নিজের রাজনৈতিক স্বার্থে টিএমসিও করেছে তাই। তার ফল ভক্তি হয়েছে সাধারণ মানুষকে। চাকরিও গেল ব্যবসা গেল জমিও গেল। এখন টাকাও যাবে... । এর দায়টা কে নেবে?? এর দায় নিতে হবে, ক্ষমা চাইতে হবে মানুষের কাছে।'


মূলত,  টাটা মোটরস বিবৃতি দিয়ে জানিয়েছে,ন্যানো কারখানা না হওয়ায় টাটাকে সুদ-সহ ক্ষতিপূরণ দিতে হবে ডব্লুবিআইডিসি-কে। ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ ও ১১ শতাংশ হারে সুদ দিতে হবে। ২০১৬-র ১ সেপ্টেম্বর থেকে পুরো ক্ষতিপূরণ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সুদ দিতে হবে। ট্রাইবুনালের রায় অনুযায়ী, রাজ্য সরকার যতদিন না ক্ষতিপূরণ দিচ্ছে ততদিন সুদ দিতে হবে। ৭ বছরে ১১% সুদ ধরলে ক্ষতিপূরণের অঙ্ক প্রায় ১৩০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে', মামলার খরচের জন্য ডব্লুবিআইডিসি-কে'দিতে হবে আরও ১ কোটি টাকা,বিবৃতি টাটা মোটরসের।


প্রসঙ্গত,  ন্যানো বিদায়ের ১৫ বছর পর সিঙ্গুরে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার (WB Govt)।  গতকালই টাটাকে ক্ষতিপূরণের নির্দেশকে স্বাগত জানিয়ে, মমতাকে তীব্র আক্রমণ করেছিলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী । কিন্তু সেই ক্ষতিপূরণের টাকা দিতে গিয়ে যেন কোনওভাবেই সাধারণ মানুষের করের টাকায় কোপ না পড়ে, তা এদিন স্পষ্ট করলেন তিনি। ২৪ ঘণ্টা পেরোনোর আগেই, আজ শাসকদলকে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন শুভেন্দু।


আরও পড়ুন, জ্যোতিপ্রিয় দোষ করলে,পাশে দাঁড়াবেন না, বললেন শোভনদেব


এদিন শুভেন্দু বলেছেন, 'জনগণের করের টাকায় সিঙ্গুর-মামলায় টাটাদের ক্ষতিপূরণ দিলে বৃহত্তম আন্দোলন হবে। দলের তহবিল থেকে টাটাদের ক্ষতিপূরণ দিক তৃণমূল। পাশাপাশি শাসকদলের তহবিলে এই মুহূর্তে কতটা পরিমাণ অর্থ মজুত আছে ? সেই হাঁড়ির খবর আনলেন সামনে।' তৃণমূলের তহবিলে ৮০০ কোটি টাকা আছে', বলে সংযোজন শুভেন্দুর।