নয়াদিল্লি: গত সপ্তাহে দিল্লি বিধানসভার ভোটপ্রচারে মুখ্যমন্ত্রী তথা আমআদমি পার্টি (আপ) প্রধান অরবিন্দ কেজরিবাল সম্পর্কে বিরিয়ানি কটাক্ষ করে বিপাকে যোগী আদিত্যনাথ। তাঁকে মডেল আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নোটিস দিয়েছে নির্বাচন কমিশন। তাদের তরফে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে পাঠানো নোটিসে বলা হয়েছে, প্রাথমিকভাবে আপনি মডেল আচরণবিধির ধারা ভেঙেছেন। তাই ৭ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে আপনাকে নিজের অবস্থান ব্যাখ্যা দিয়ে জানানোর সুযোগ দিচ্ছে কমিশন। তারা আদিত্যনাথকে হুঁশিয়ারি দিয়েছে, নোটিসের জবাবে নিজের বক্তব্য পেশ না করলে আপনাকে আর কোনও খবর না দিয়েই আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও আজ সন্ধ্য়ায় দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারপর্ব শেষ হওয়ার পর পরিষ্কার হয়নি, মডেল আচরণবিধি ভাঙার দায়ে শেষ পর্যন্ত দোষী প্রমাণিত হলে ঠিক কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তাঁর বিরুদ্ধে।
অসংখ্য মহিলা রাজধানীর নজিরবিহীন শীত, ঠান্ডা উপেক্ষা করে শাহিনবাগে যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী সমাবেশে সামিল হয়েছেন, তাকে লাগাতার কটাক্ষ, বিদ্রূপ করে চলেছেন বিজেপি নেতা, মন্ত্রীরা। সিএএ-বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা শাহিনবাগের বিক্ষোভকারীদের নিশানা করে গত সপ্তাহে আদিত্যনাথ দিল্লির বদরপুর কেন্দ্রের জনসভায় কেজরিবালকেও আক্রমণ করে বলেন, বিজেপি সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি নিয়েছে, কিন্তু কেজরিবাল শাহিনবাগের জন্য় বিরিয়ানির ব্যবস্থা করতে, স্পনসর করতে ব্য়স্ত। কেজরিবাল, কংগ্রেসকে ‘বিভেদকামী শক্তি’ বলেও তোপ দাগেন তিনি। কেজরিবাল আরও বলেন, প্রতিবাদটা নাটক, অজুহাত, আসল ফোকাস সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ও অযোধ্যা প্রশ্নে সরকারের সিদ্ধান্ত।
শাহিনবাগ নিয়ে কেজরিবালকে ‘বিরিয়ানি’-কটাক্ষ, মডেল আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আদিত্যনাথকে নোটিস নির্বাচন কমিশনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Feb 2020 07:51 PM (IST)
তারা আদিত্যনাথকে হুঁশিয়ারি দিয়েছে, নোটিসের জবাবে নিজের বক্তব্য পেশ না করলে আপনাকে আর কোনও খবর না দিয়েই আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -