নয়াদিল্লি: ট্যুইট করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কর্মসংস্থানে ঘাটতির অভিযোগে বিঁধলেন প্রিয়ঙ্কা গাঁধী। কংগ্রেস সাধারণ সম্পাদক নিয়মিত দেশের অর্থনীতি নিয়ে কেন্দ্রের বিজেপি-এনডিএ সরকারকে আক্রমণ করে চলেছেন। এবার তাঁর দাবি, দেশে কাজ সৃ্ষ্টির ক্ষেত্রে খামতি রয়েছে। এটা উন্নয়নের চাকা স্তব্ধ হয়ে পড়ার লক্ষণ। এই রোগটা বিজেপি জমানায় মহামারীর আকার ধারণ করেছে।
গত অক্টোবরে মোদী সরকারকে ‘কমেডি সার্কাস’ চালিয়ে যাওয়া বন্ধ করে অর্থনীতির হাল উন্নত করায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রিয়ঙ্কা।
সরকারের আগামী মোট অভ্যন্তরীণ উত্পাদন (জিডিপি) সংক্রান্ত তথ্য প্রকাশ হওয়ার কথা ২৯ নভেম্বর। অধীর প্রতীক্ষায় সেজন্য বসে আছে বিভিন্ন মহল। তার প্রাক্কালে মোদী সরকারকে নিশানা করলেন প্রিয়ঙ্কা।
তিনি বলেছেন, নির্মাণ শিল্পে প্রায় ৩৫ লক্ষ কাজ চলে গিয়েছে। বড় তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলিতেও প্রায় ৪০ লক্ষ চাকরি বন্ধ হতে বসেছে।


চলতি বছরে প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৫ শতাংশ, যা গত ৬ বছরে সর্বনিম্ন। তা আরও কমে দ্বিতীয় ত্রৈমাসিকে ৪.২-৪.৭ শতাংশ দাঁড়াতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। শিল্প উত্পাদন সূচক (আইআইপি), মূল শিল্পবৃদ্ধির হার, খুচরো মুদ্রাস্ফীতি সংক্রান্ত তথ্যের মতো যাবতীয় অর্থনৈতিক সূচকের মানদণ্ডে চলতি স্লোডাউন বা অর্থনীতি আরও ঝিমিয়ে পড়ার ইঙ্গিত রয়েছে।
সেপ্টেম্বরে একদিকে আইআইপি যেমন ৪.৩ শতাংশ কমেছে, আরেকদিকে তেমনই কোর পরিকাঠামো শিল্পে উত্পাদনও একই মাসে হ্রাস পেয়েছে ৫.২ শতাংশ। ২০১১ র অক্টোবরে আইআইপি ৫ শতাংশ হ্রাস পেয়েছিল। তারপর থেকে এই নিয়ে টানা দ্বিতীয় মাসে আইআইপি-তে সংকোচন। অন্যদিকে খুচরো মুদ্রাস্ফীতি অক্টোবরে বেড়ে হয়েছে ৪.৬২ শতাংশ।