আগামী বছর অস্ট্রেলিয়া সফরে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলতে রাজি বিরাট, তবে এই শর্তে
Web Desk, ABP Ananda | 21 Nov 2019 03:44 PM (IST)
গত বছর অস্ট্রেলিয়া সফরে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলতে রাজি হয়নি ভারতীয় দল।
কলকাতা: কাল থেকে শুরু ইডেন টেস্ট। বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবার গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। এই ম্যাচ খেলতে মুখিয়ে দু’দলের ক্রিকেটাররাই। এই ম্যাচের আগে ভারতের অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, আগামী বছর অস্ট্রেলিয়া সফরেও তিনি দিন-রাতের টেস্ট ম্যাচ খেলতে রাজি। তবে একটি শর্ত রয়েছে। সেই টেস্ট ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা রাখতে হবে। গত বছর অস্ট্রেলিয়া সফরে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলতে রাজি হয়নি ভারতীয় দল। তবে এবার আর আপত্তি নেই বিরাটের। তিনি জানিয়েছেন, ‘আমরা গোলাপি বলে খেলতে চাইছিলাম। কোনও না কোনওদিন খেলতামই। তবে হঠাৎ কোনও বড় সফরে গোলাপি বলে টেস্ট খেলার কথা বলা যায় না। কারণ, আমরা গোলাপি বলে অনুশীলন করার সুযোগ পাইনি। আমরা গোলাপি বলে কোনও প্রথম শ্রেণির ম্যাচও খেলিনি। তাই হঠাৎ খেলার কথা বললে মানা যায় না। আমাদের মনে হয়েছিল, প্রস্তুতি ছাড়া গোলাপি বলে খেলা যুক্তিপূর্ণ নয়। আমরা গোলাপি বলে খেলতে অভ্যস্ত হয়ে গেলে আর কোনও সমস্যা থাকবে না।’