নয়াদিল্লি: ছন্দা কোছর ও তাঁর পরিবারের আনুমানিক ৭৮ কোটি (বুক ভ্যালু) টাকা অর্থমূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এটা অস্থায়ী পদক্ষেপ। আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ছন্দার বাজেয়াপ্ত সম্পত্তির তালিকায় আছে তাঁর মুম্বইয়ের একটি ফ্ল্যাট ও তাঁর স্বামী দীপক কোছরের কোম্পানির কিছু সম্পত্তি।
গত বছরের ফেব্রুয়ারিতে ভিডিওকনের চেয়ারম্যান বেনুগোপাল ধূত, ছন্দা কোছর, তাঁর স্বামী দীপক কোছর ও অন্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে ইডি। ভিডিওকনকে ২০০৯ থেকে ২০১১র মধ্যে আইসিআইসিআই ব্যাঙ্কের ১৮৭৫ কোটি টাকার ঋণ মঞ্জুর করার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে মামলা রুজু হয়। সিবিআই এ ব্যাপারে একটি এফআইআর দায়ের করেছিল, যাতে ওই তিনজন ও ধূতের কোম্পানি- ভিডিওকন ইন্টারন্যাশনাল ইলেকট্রনিক্স লিমিটেড, ভিডিওকন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম ছিল। তার ভিত্তিতেই মামলার দাখিল হয়। ঋণ মঞ্জুর করায় কোনও ঘুষ দেওয়া-নেওয়া ও বেআইনি সম্পত্তি বানাতে সেই ঘুষের টাকা খাটিয়ে অবৈধ আর্থিক লেনদেন হয়েছে কিনা, সে ব্যাপারে তদন্ত শুরু হয়। বেআইনি আর্থিক লেনদেন রোধ আইনে অস্থায়ী আদেশ জারি হয় ওই সম্পত্তি বাজেয়াপ্ত করতে।
গত মাসে ছন্দা, তাঁর স্বামীকে পাঁচবার দিল্লিতে জেরা করে ইডি। তাদের দাবি, ভিডিওকন গ্রুপকে ২০০৯ থেকে ২০১১-র মধ্যে ১৮৭৫ কোটি টাকার যে ঋণ দিয়েছিল আইসিআইসিআই, তা মঞ্জুর করার ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি হয়েছিল। ইডি অভিযোগ করেছে, ছন্দা আইসিআইসিআই ব্যাঙ্কের শীর্ষে থাকার সুবাদে স্বামীর কোম্পানি ন্যুপাওয়ার রিনিউএবলস লিমিটেডে বেআইনি ভাবে কোটি কোটি টাকা পাচার করেছিলেন।
ভিডিওকন ঋণ মামলায় আজ ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার কথা ছিল ছন্দার। তাঁকে নোটিস পাঠানো হয়। কিন্তু তিনি জানিয়ে দেন, শরীর ভাল নেই বলে হাজিরা দিতে পারবেন না।
মুম্বইয়ের ফ্ল্যাট সহ ছন্দা কোছরের ৭৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jan 2020 09:11 PM (IST)
গত বছরের ফেব্রুয়ারিতে ভিডিওকনের চেয়ারম্যান বেনুগোপাল ধূত, ছন্দা কোছর, তাঁর স্বামী দীপক কোছর ও অন্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে ইডি। ভিডিওকনকে আইসিআইসিআই ব্যাঙ্কের ১৮৭৫ কোটি টাকার ঋণ মঞ্জুর করার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে মামলা রুজু হয়।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -