রাজ্য পুলিশ প্রধান দিলবাগ সিংহ বলেছেন, মিজ পাম্পোরে অপারেশন চালানো হয়েছে মসজিদের শুচিতা কোনওভাবেই লঙ্ঘন না করে। ধৈর্য বজায় রেখে গুলি বা আইইডি না ছুঁড়ে জঙ্গিদের বার করে আনার জন্য স্থানীয় পুলিশ ও মসজিদ কমিটি জেলা পুলিশ প্রধানকে ধন্যবাদ জানিয়েছে। সংযম রাখার জন্য সেনা ও সিআরপিএফের প্রশংসা করেছে তারা।
যে সব বাড়িতে জঙ্গিরা ঘাঁটি গাড়ে, সাধারণত সেগুলি আইইডি দিয়ে বা নাগাড়ে গুলি চালিয়ে ধ্বংস করে দেয় বাহিনী। প্যাম্পোরের অপারেশন তাই বিরলের মধ্যে বিরলতম বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, জঙ্গিদের লুকিয়ে থাকার তথ্য পেয়ে গতকাল সকালে সোপিয়ান ও প্যাম্পোর- দুই এলাকাতেই তারা অপারেশন শুরু করে। সোপিয়ানে খতম হয় ৫ জঙ্গি, পাম্পোরে ৩ জন।
বৃহস্পতিবার পাম্পোরে গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়, ২ জন লুকিয়ে পড়ে পাশের মসজিদে। আজ সকালে কাঁদানে গ্যাসের শেল ছুঁড়েই তাদের খতম করে পুলিশ। পাশাপাশি সোপিয়ানের মুনান্দ এলাকায় আজ সকালে ৫ জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। গত ২ সপ্তাহে এ নিয়ে জম্মু কাশ্মীরে ২৪ জনেরও বেশি জঙ্গি খতম হল। এদের মধ্যে কেউ বিদেশি ছিল না।