নয়াদিল্লি: প্রাক্তন ২ কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি এবং রাম জেঠমালানির প্রয়াণে রাজ্যসভার ২টি আসন এখন ফাঁকা। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ এবং বিহারের এই ২টি আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী মাসের ১৬ তারিখ এই ২টি আসনে উপনির্বাচনের কথা জানিয়েছে নির্বাচন কমিশন।


একইসঙ্গে উত্তরপ্রদেশের ১১টি বিধানসভা আসনেও উপনির্বাচনের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। রামপুর, লখনৌ ক্যান্ট, জাইদপুর, মানিকপুর, বেলহা, প্রতাপগড়, হামিরপুর, জালালপুরের মতো আসনে ভোট হবে অক্টোবরের ১৬ তারিখ। ভোট হবে সমস্তিপুর লোকসভা কেন্দ্রেও। লোক জনশক্তি পার্টির সাংসদ মৃত্যুতে ওই আসনটিও এখন খালি।