আগরতলা: হাসপাতাল থেকে ফেরার পথে এক গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল ১০ জনের বিরুদ্ধে। এই নৃশংস ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে ত্রিপুরার রাজধানী আগরতলায়। পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিতে না চাওয়ার অভিযোগ করেছেন নির্যাতিতা। যদিও এখনও পর্যন্ত ৬ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি চার অভিযুক্ত পলাতক।
নির্যাতিতা ত্রিপুরা মেডিক্যাল কলেজে ভর্তি। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন মেডিক্যাল সুপার অরিন্দম দত্ত। তবে মানসিকভাবে বিধ্বস্ত থাকায় ওই মহিলাকে আপাতত হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না।
স্থানীয় সূত্রে খবর, মেয়ের অসুস্থতার বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য মঙ্গলবার রাতে আগরতলার জিবি পন্থ হাসপাতালে গিয়েছিলেন ওই মহিলা। ফেরার সময় তিনি একটি অটো রিকশায় ওঠেন। সেই অটোর চালক তাঁকে বাড়ির পথের বদলে অন্য রাস্তায় নিয়ে যায়। পথে অপেক্ষা করছিল বাকিরা। তারা ওই মহিলাকে জোর করে গাড়িতে তুলে বিমানবন্দরের কাছে একটি জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এরপর সার্কিট হাউজের কাছে ওই মহিলাকে সংজ্ঞাহীন অবস্থায় ফেলে রেখে পালায় অভিযুক্তরা।
এখানেই ওই মহিলার হেনস্থা শেষ হয়নি। অভিযোগ, জ্ঞান ফেরার পর তিনি স্বামীকে ফোন করে ডেকে থানায় অভিযোগ জানাতে গেলেও, পুলিশ কোনওরকম সাহায্য করেনি। এ বিষয়ে পশ্চিম আগরতলা মহিলা থানার ওসি-র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখন থানায় নেই। এ বিষয়ে কোনও মন্তব্য করব না।’ যদিও সূত্রের খবর, কর্তব্যে গাফিলতির অভিযোগে দুই অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে।
ত্রিপুরায় গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ‘গণধর্ষণ’ ১০ জনের, পুলিশের বিরুদ্ধে সাহায্য না করার অভিযোগ নির্যাতিতার
Web Desk, ABP Ananda
Updated at:
26 Sep 2019 07:30 PM (IST)
এখনও পর্যন্ত ৬ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি চার অভিযুক্ত পলাতক।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -