নয়াদিল্লি: রাজনৈতিক দলগুলিকে স্বস্তি দিয়ে মঙ্গলবার নতুন কোভিড গাইডলাইন (guideline) প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। দেশে কোভিড সংক্রমণের গ্রাফ নামতে থাকায় রাজনৈতিক কর্মসূচির উপর আগে জারি থাকা একাধিক বিধিনিষেধ আলগা করল নির্বাচন কমিশন (election commission of India)। খবর সংবাদ সংস্থা সূত্রে।


এর আগে ৫০ শতাংশ লোক নিয়ে রাজনৈতিক মিছিল, সমাবেশ, প্রচার করতে পারত রাজনৈতিক দলগুলি (political parties)। মঙ্গলবার থেকে সেই নিষেধ উঠিয়ে নিল ভারতের নির্বাচন কমিশন। ফলে এখন থেকে আগের মতোই জমায়েত নিয়ে রাজনৈতিক কর্মসূচি করার ক্ষেত্রে কোনও বাধা রইল না। তবে রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের (State Disaster Management Authorities) বিধি এবং জেলা প্রশাসনের আগাম অনুমতি নিয়ে আয়োজন করতে হবে যাবতীয় রাজনৈতিক কর্মসূচির। যদিও নির্বাচন সংক্রান্ত বাদবাকি কোভিড নিয়ম আগের মতোই বজায় থাকছে। 


নতুন গাইডলাইন অনুযায়ী পদযাত্রা, মিছিল, রোড-শো (road show), সাইকেল র‍্যালি, বাইক র‍্যালি বা গাড়ির মিছিল- সবক্ষেত্রেই উঠে গেল ৫০ শতাংশ জমায়েতের নিয়ম। প্রচারের সময়েও বদল আনা হয়েছে নতুন গাইডলাইনে। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনী প্রচার (campaign) চালাতে পারবেন রাজনৈতিক দল ও প্রার্থীরা। তবে প্রচারের সময় কোভিড সংক্রান্ত দেশে জারি যাবতীয় নিয়ম মানতে বাধ্য থাকবেন তাঁরা। এর আগে ফেব্রুয়ারিতেই নির্বাচনী প্রচারের সময়সীমা শিথিল করেছিল ভারতের নির্বাচন কমিশন। সেইসময় সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত প্রচারের সময় বেঁধে দেওয়া হয়েছিল। এবার সেটা বাড়িয়ে দিনে ষোলো ঘণ্টা করে দেওয়া হল। 


আরও পড়ুন: অখিলেশকে নিশানা করতে চোখ থেকে চশমা খুললেন অমিত শাহ, বললেন কী? 


উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন (uttar pradesh assembly election) চলাকালীন প্রচার নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। বুধবারই উত্তরপ্রদেশে চতুর্থ দফার ভোট রয়েছে। এই দফায় রাজ্যের ৯টা জেলার মোট ৫৯টি আসনে ভোটগ্রহণ হবে। বুধবার ভোট রয়েছে, লখনউ, লখিমপুর খেরি, সীতাপুর, উন্নাও, রায় বরেলি-সহ আরও কিছু জায়গায়। পুরভোট চলছে পশ্চিমবঙ্গেও (west bengal)। এই মাসেই রয়েছে রাজ্যের একাধিক পুরসভা ও পুরনিগমের নির্বাচন।