মহীশূর: মহীশূরে দশেরা উৎসব সারা দেশে খ্যাত। এই সময় নানারকম বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন হয় এই ঐতিহ্যবাহী শহরে। তার মধ্যে সব থেকে বেশি নজর কাড়ে হাতির দল। নিকটবর্তী নগরহোল জঙ্গল থেকে আসে প্রশিক্ষণপ্রাপ্ত হাতির দল। তারা এসে নানারকম কাণ্ড কারখানা করে, যা দেখে তাজ্জব বনে যায় আট থেকে আশি। এবার বিজয়া দশমীকতে প্যারেড করে চমকে দিয়েছিল একদল হাতি। এবার তারা ফুটবল খেলে তাক লাগিয়ে দিল পর্যটকদের। কে বলে মোটা শরীরে খেলাধুলো করা যায় না?
চন্দনা নামের এক পর্যটক হাতিদের কাণ্ড দেখে এককথায় বেবাক। ওই হাতিরা যেমন প্যারেড করতে পারে, তেমনই খেলতে পারে ফুটবল, সেরকমভাবে আবার রেসেও নামতে পারে। জানালেন তিনি।
দশেরা উৎসব সেরে হাতির দল এখন ফিরে গিয়েছে ক্যাম্পে। তারা মজায় স্নান করছে, জঙ্গলে চড়ে বেড়াচ্ছে।