নয়া দিল্লি: বেশ কিছুদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে টানাপোড়েন চলছিল। বৃহস্পতিবার মাস্কের সমালোচনা করে ট্রাম্প বলেছেন, টেসলার সিইওর ওপর তিনি ‘ভীষণ হতাশ’। ট্রাম্পের এই মন্তব্যের পর চুপ করে বসে থাকেননি মাস্ক। সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথার জবাব দেন তিনি। ডোনাল্ড ট্রাম্প কর বিল নিয়ে অসন্তোষ প্রকাশ করলে, ইলন মাস্ক পাল্টা বলেন যে তিনি না থাকলে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিততেন না।
এদিকে ট্রাম্প ও মাস্কের এমন পাল্টাপাল্টি বক্তব্যের পর টেসলার শেয়ারদর ব্যাপক হারে কমে গেছে। ইলন মাস্ক এক্স-এ লিখেছেন, "আমি না থাকলে ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন, ডেমোক্র্যাটরা হাউস নিয়ন্ত্রণ করত, এবং রিপাবলিকানরা সেনেটে ৫১-৪৯ ভোটে হত।"
এর আগে, ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি ইলন মাস্কের প্রতি খুবই হতাশ কারণ তিনি রিপাবলিকান ট্যাক্স বিলের বিরোধিতা করেছিলেন। ট্রাম্প বলেছিলেন যে ইলন মাস্ক হোয়াইট হাউসকে মিস করেন এবং ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোমে ভুগছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ও ব্যয় বিলকে ‘জঘন্য’ বলে কটাক্ষ করেছিলেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। তাঁর ওই মন্তব্যের প্রেক্ষিতে গতকাল ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘দেখুন, ইলনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। জানি না, সেটা আর থাকবে কিনা।’
মার্কিন প্রেসিডেন্ট তার ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্কের সমালোচনা করেছেন এমন এক সময়ে যখন কয়েকদিন আগে টেসলার সিইও মার্কিন প্রেসিডেন্টের ব্যয় বিলের বিরোধিতা করেছিলেন এবং এটিকে জঘন্য বলে অভিহিত করেছিলেন।
ট্রাম্পের এই বক্তব্য যখন টেলিভিশনে সরাসরি সম্প্রচার হচ্ছিল ঠিক তখনই ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লাইভ টুইট করে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, তাঁর সহায়তা ছাড়া ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প জিততে পারতেন না। ট্রাম্পকে ‘অকৃতজ্ঞ’ বলেও কড়া সমালোচনা করেন মাস্ক।
মাস্কের সমালোচনা এমন এক সময়ে এসেছে যখন ট্রাম্প ব্যক্তিগতভাবে সেনেটে বিলটির উপর রিপাবলিকানদের লবিং করছেন এমনটা দাবি করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে যে বিলটির উপর মাস্কের প্রকাশ্য সমালোচনার বিষয়ে রাষ্ট্রপতি তার মতামত পরিবর্তন করবেন না।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, "এই বিলের ব্যাপারে ইলন মাস্কের অবস্থান কী তা রাষ্ট্রপতি ইতিমধ্যেই জানেন। এটি রাষ্ট্রপতির মতামত পরিবর্তন করে না। এটি একটি বড়, সুন্দর বিল এবং তিনি এতে সচেতন।"