Twitter Blue: ডিসেম্বরের ২ তারিখ লঞ্চ হতে চলেছে ট্যুইটারের ব্লু টিক প্রিমিয়াম সাবস্ক্রিপশন (Twitter Blue Premium Subscription)। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের নতুন মালিক ইলন মাস্ক (Elon Musk) ট্যুইট করে একথা ঘোষণা করেছেন। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে ট্যুইটার ব্লু আসতে চলেছে গোল্ড, গ্রে এবং ব্লু চেক মার্ক সমেত। গোল্ড চেক মার্ক দেওয়া হবে বিভিন্ন কোম্পানির জন্য। গ্রে চেক মার্ক থাকবে সরকারি অ্যাকাউন্টের ক্ষেত্রে। আর ব্লু চেক মার্ক থাকবে সাধারণ ইউজারদের জন্য। সেই দলে তারকাও থাকতে পারেন। এইসব চেক মার্ক অ্যাক্টিভেট হওয়ার আগে সমস্ত ভেরিফায়েড অ্যাকাউন্টকে ম্যানুয়ালি অথেনটিকেটেড করা হবে। এর আগে একবার ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন চালু হয়েছিল। কদিন পরেই তা বন্ধ হয়ে যায়। নতুন করে ২৯ নভেম্বর এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালু হওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে যায়। অবশেষে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন লঞ্চের জন্য নতুন দিন ঘোষণা হয়েছে। প্রতি মাসে ৮ ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫০ টাকা) বিনিময়ে ট্যুইটারের ব্লু প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারবেন। ভারতে কবে ট্যুইটারের এই সার্ভিস চালু হবে এবং তার খরচ কত, নিশ্চিত ভাবে সেকথা জানা যায়নি। 


ইলন মাস্কের ট্যুইট


 






ইলন মাস্ক অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয়েছে বিভিন্ন পরিবর্তন। প্রথম ধাপে ব্যাপক হারে কর্মী ছাঁটাই হয়েছে। নিয়ম কানুনেও এসেছে বদল। পরিসংখ্যান অনুযায়ী, ট্যুইটারের কর্মী সংখ্যা ৭০০০ থেকে নেমে এসেছে ২৭০০- তে (আনুমানিক সংখ্যা)। অর্থাৎ প্রায় ৫০০০ হাজার কর্মী ইতিমধ্যেই ট্যুইটার থেকে ছাঁটাই করেছেন ইলন মাস্ক। সম্প্রতি অবশ্য তিনি জানিয়েছেন যে ট্যুইটার থেকে আর কর্মী ছাঁটাই করা হবে না। বরং নতুন করে কর্মী নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ারিং এবং সেলস বিভাগে। এর পাশাপাশি জানা গিয়েছে, প্রায় ৫০০০ কর্মী ছাঁটাইয়ের পর এবার জাপান, ভারত, ইন্দোনেশিয়া এবং ব্রাজিল থেকে নতুন ইঞ্জিনিয়ার নিয়োগ করতে চলেছে ইলন মাস্কের সংস্থা ট্যুইটার। ইলন মাস্ক ট্যুইটারের নতুন সিইও হওয়ার পর প্রায় ৯০ শতাংশ ওয়ার্ক ফোর্স কমিয়ে দিয়েছেন। অর্থাৎ দেখা গিয়েছে, ২০০ জনের মধ্যে হয়তো হাতেগুনে ২০ জনের চাকরি বহাল রয়েছে। ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি কর্মীদের রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন ইলন মাস্ক। তিনি জানিয়েছেন, এখন থেকে আরও বেশি সময় ধরে মনযোগ দিয়ে চাপ নিয়ে কাজ করতে হবে। নয়তো প্রতিযোগিতায় সমসাময়িক অন্যান্য সংস্থাকে পাল্লা দেওয়া যাবে না। আর যেসব কর্মী এমনটা করতে পারবেন না, তাঁরা ট্যুইটার থেকে বিদায় নিতে পারেন। পরিসংখ্যান অনুসারে, ইলন মাস্কের এই হুঁশিয়ারির পর অন্তত এক হাজার কর্মী ইস্তফা জমে দিয়েছেন।


আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে রিয়েলমি ১০ প্রো ৫জি ও রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি ফোন?