ইসলামাবাদ: লাগাতার উস্কানিমূলক মন্তব্য উড়ে আসছে পাকিস্তান। সেনাপ্রধান আসিম মুনির থেকে, বিলাবল ভুট্টো জারদারি, যুদ্ধের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। সেই তালিকায় এবার নাম লেখালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সিন্ধু নদী জল নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিলেন তিনি। ভারতকে ‘শিক্ষা দিয়ে ছাড়বেন’ বলে হাঁক ছাড়লেন। (India-Pakistan Tensions)

পহেলগাঁও হামলার পর দুই দেশের মধ্যে যে সংঘাত দেখা দেয়, তীব্রতা কমলেও এখনও তার রেশ রয়ে গিয়েছে। সেই আবহেই ভারতকে হুঁশিয়ারি দিতে শোনো গেল শেহবাজকে। তাঁর কথায়, “শত্রুপক্ষকে বলতে চাই, আমাদের জল আটকানোর হুমকি দিলে, ফল ভাল হবে না। একটা কথা মাথায় রাখুন, পাকিস্তানের কাছ থেকে এক ফোঁটা জলও ছিনিয়ে নিতে পারবেন না।” (Shehbaz Sharif)ন।

পহেলগাঁও হামলার পরই মে মাসে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার ঘোষণা করে ভারত। সিন্ধুর জলের জোগান যাতে অব্যাহত থাকে, তার জন্য দু’দিন আগেই দিল্লিকে আর্জি জানায় ইসলামাবাদ। আর তার পরই শেহবাজের গলায় হুঁশিয়ারির সুর শোনা গেল। তাঁর বক্তব্য, “আমাদের যদি জল আটকানোর হুমকি দেন, তেমন কোনও চেষ্টা যদি করেন, পাকিস্তান আপনাদের এমন শিক্ষা দেবে, যা জীবনে ভুলবেন না।”

ইসলামাবাদে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে’ থেকে এমন বার্তা দেন তিনি। সিন্ধুর জলকে পাকিস্তানের ‘জীবনীশক্তি’ বলে উল্লেখ করেন শেহবাজ। সিন্ধুর জল নিয়ে যে আন্তর্জাতিক চুক্তি হয়েছে, তার সঙ্গে পাকিস্তান কোনও রকম আপস করবে না বলে জানান তিনি। 

এর আগে, গত সোমবার পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে দিল্লিকে সিন্ধুর জল নিয়ে বার্তা দেওয়া হয়। চুক্তি অনুযায়ী, সিন্ধুর জলের প্রবাহ যাতে অব্যাহত থাকে, অনুরোধ করে তারা। বলা হয়, ‘ভারতের কাছে আমাদের অনুরোধ, সিন্ধু জলচুক্তি অনুযায়ী, জলের জোগান স্বাভাবিক রাখা হোক। জলচুক্তির শর্তাবলী মেনে বিশ্বাসযোগ্যতা বজায় রাখুক ভারত’।

পহেলগাঁও হামলার পর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে 'অপারেশন সিঁদুর' চালায় ভারত। সেই সংঘাত পরিস্থিতির অবসান ঘটলেও, টানাপোড়েন অব্যাহত রয়েছে। পাকিস্তানের তরফে লাগাতার উস্কানি মন্তব্য় করা হচ্ছে। দেশের প্রাক্তন মন্ত্রী বিলাবল ভুট্টো সম্প্রতি ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর বক্তব্য, “নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সরকার যে আচরণ করছে, তাতে পাকিস্তানের বিরাট ক্ষতি হয়েছে। আমাদের একজোট হওয়া উচিত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাত দেখা দেয়, তাতে ইতি পড়লেও, টানাপোড়েন এখনও অব্যাহত। সিন্ধু জলচুক্তি এখনও পর্যন্ত স্থগিতই রেখেছে ভারত। ভারত এই অবস্থান বজায় রাখলে, আমাদেরও সব ধরনের পদক্ষেপ করা ছাড়া উপায় থাকবে না, দেশের জাতীয় স্বার্থ রক্ষার্থে যুদ্ধের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাবে না।”

তার আগে পাক সেনাপ্রধান আসিম মুনির বলেন, "আমরা পরমাণু শক্তিধর রাষ্ট্র। যদি মনে হয় আমরা ডুবছি, তাহলে অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়েই ডুবব।" সেই তালিকায় নয়া সংযোজন শেহবাজ।

"