নয়াদিল্লি: রেলে চাকরি করতে করতে একেবারে মহাকাশ গবেষণাকেন্দ্রে চাকরি? সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন সঞ্জীব শর্মা নামের জনৈক ব্যক্তি। ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা SpaceX-এ বর্তমানে কর্মরত তিনি। আইআইটি রুরকির প্রাক্তনী সঞ্জীবের কর্মজীবন তাক লাগিয়ে দিয়েছে সকলকে। (Career Inspiration)
পেশায় ইঞ্জিনিয়ার সঞ্জীবের LinkedIn প্রোফাইল দেখে তাজ্জব সকলেই। কেরিয়ার সংক্রান্ত যে তথ্যসমূহ আপলোড করেছেন তিনি, তার ছবি ভাইরাল হয়ে গিয়েছে সর্বত্র। আর তা দেখে তাঁকে কুর্নিশ না জানিয়ে পারছেন না কেউ। ভারতীয় রেলে সাধারণ চাকরি থেকে SpaceX-এ কী করে পৌঁছলেন, জানতে আগ্রহ প্রকাশ করেছেন সকলেই। (Engineer LinkedIn Profile)
জানা গিয়েছে, আইআইটি রুরকি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন সঞ্জীব। এর পর ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ভারতীয় পেলে চাকরি পান। পদোন্নতি হসে পরবর্তীতে ডেপুটি চিফ মেকানিক্য়াল ইঞ্জিনিয়ার পদ পান। নয় নয় করে ১১ বছর ভারতীয় রেলে চাকরি করেন সঞ্জীব। এর পরই তাঁর জীবনের মোড় ঘুরে যায়। (Sanjeev Sharma)
রেলের চাকরি করতে করতেই উচ্চশিক্ষার দিকে ঝোঁকেন সঞ্জীব। সেই মতো, ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকোত্তর স্তরের ডিগ্রি অর্জন করেন ২০০৩ সালে। এর পর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেহে কাজে যোগ দেন Seagate Technology সংস্থায়। ২০০৮ সালে পদোন্নতি পেয়ে সিনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হন। ওই পাঁচ বছরে ইউনিভার্সিটি অফ মিনেসোটা থেকে ম্যানেজমেন্ট অফ টেকনোলজি নিয়ে MS-ও অর্জন করেন।
এর পরই মাস্কের SpaceX সংস্থায় ডায়নামিক্স ইঞ্জিনিয়ার হিসেবে কাজে যোগ দেন সঞ্জীব। সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। এ্যারোডায়নামিক্স, গাইডেন্স, নেভিগেশন, প্রপালশন, থার্মাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করেন। পুনর্ব্যবহারযোগ্য Falcon 9 সিরিজের F9-005, F9-059 রকেট তৈরিতেও যুক্ত ছিলেন সঞ্জীব। তাঁর দৌলতেই পুনর্ব্যবহারযোগ্য রকেটে সাফল্য পায় SpaceX.
২০১৮ সালে কিছু সময়ের জন্য SpaceX ছেড়ে Matternet Inc. সংস্থায় যোগ দেন সঞ্জীব। সেখানে ড্রোন তৈরির কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কিন্তু ২০২২ সালে আবারও SpaceX-এ ফিরে আসেন সঞ্জীব। স্টারশিপ ডায়নামিক্সের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হিসেবে সেবার যোগ দেন। এই মুহূর্তে ক্যালিফোর্নিয়ার হথোর্নে বাস করছেন। ভারতীয় রেল থেকে তাঁর এই যাত্রা অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছে।