Good News for EPF Account Holders: ৫ কোটিরও বেশি ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য স্বস্তির খবর। এবার থেকে চাকরি পরিবর্তনের সময় পুরোনো কোম্পানির ইপিএফ অ্যাকাউন্টের টাকা নতুন পিএফ অ্যাকাউন্টে পাঠাতে হবে না।চাকরি বদলালেই পুরোনো EPF অ্যাকাউন্টের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে জুড়ে যাবে নতুন অ্যাকাউন্ট। এদিন শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদবের সভাপতিত্বে EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের বৈঠকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
One UAN One EPF: এক UAN-এর পর এবার এক EPF এবার থেকে একজন EPF অ্যাকাউন্টহোল্ডার যতই চাকরি বদলান না কেন তার EPF অ্যাকাউন্ট একই থাকবে। পুরোনো পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স স্বয়ংক্রিয়ভাবে একই অ্যাকাউন্টে জমা হবে। তবে এই ক্ষেত্রে গ্রাহকের কাছে একটা বিকল্প থাকবে। তিনি চাইলে নতুন
প্রতিষ্ঠানে পুরোনো অ্যাকাউন্ট চালু রাখতে পারবেন। ইতিমধ্যেই EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিও এর জন্য একটি সেন্ট্রাল আইটি সিস্টেম তৈরির অনুমোদন দিয়েছে।
Investments in Infrastructure Investment Trusts (InvITs)
এদিন EPFO-র মূলধন নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্টে (InvITs)বিনিয়োগে ছাড়পত্র দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিস। এবার থেকে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্টে (InvITs) EPFO-এর বার্ষিক জমার ৫ শতাংশ জমা করতে পারবে কর্মী সংগঠন। এই প্রস্তাবে সম্মত হলে InvITs পরিকাঠামোতে বিনিয়োগ বাড়তে পারে৷ সেই ভাবনা থেকেই EPFO-র বিনিয়োগের ঝুলিতে একটি নতুন মাধ্যম অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে EPFO এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ETFs), সরকারি সিকিউরিটিজ ও বন্ডে বিনিয়োগ করে।
EPFO-তে প্রতি মাসে জমা হয় ১৫০০০-১৬০০০ কোটি টাকা
প্রতি মাসে EPFO-তে প্রায় ১৫০০০-১৬০০০ কোটি টাকা জমা হয়। মনে করা হচ্ছে, ২০২১-২২ সালে, EPFO-এর আমানত ১.৮ লক্ষ কোটি থেকে ১.৯ লক্ষ কোটি টাকার মধ্যে বাড়তে পারে। এর মধ্যে ১৫ শতাংশ অর্থ ইক্যুইটিতে বিনিয়োগ করা হয়। বাকি অর্থ ঋণপত্রে বা ডেবটে বিনিয়োগ করা হয়। আমানত বৃদ্ধির কথা মাথায় রেখে EPFO-র বিনিয়োগের জায়গা বাড়ানোর এখন একটা বড় সুযোগ এসেছে। এরফলে EPFO অ্যাকাউন্টহোল্ডাররা আরও বেশি রিটার্ন পাবেন।
আরও পড়ুন : SBI two-wheeler loans: ২৫৬ টাকার EMI-তে দু'চাকার লোন, দারুণ অফার দিচ্ছে SBI
আরও পড়ুন : SBI Update: ব্যাঙ্কে জমা টাকার থেকে বেশি তুলতে পারবেন, বিশেষ সুবিধা দিচ্ছে SBI