নয়া দিল্লি: অল্পের জন্য রক্ষা পেলেন ত্রিপুরার (Tripura) প্রাক্তন মুখ্যমন্ত্রী (Chief Minister) তথা রাজ্যসভার সদস্য বিপ্লব দেব। এদিন হরিয়ানার (Haryana) পানিপথে (Panipath) জিটি রোডে (GT Road) দুর্ঘটনা গ্রস্ত হয় তাঁর গাড়ি। দিল্লি (Delhi) থেকে চন্ডিগড়ে (Chandigarh) যাচ্ছিলেন তিনি। হরিয়ানার বিজেপি দায়িত্বপ্রাপ্ত হিসেবে সেখানে কাজে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে।                           


দুর্ঘটনার সঠিক কারণ সমন্ধে জানা না গেলেও শোনা যাচ্ছে দ্রুত গতিতে আসা একটি ট্রাক জোরে ধাক্কা মারে। যার কারণে ঘুরে যায় গাড়িটি, এমনটাই সূত্রে খবর। স্থানীয়রা সঙ্গে সঙ্গে পৌছে বিপ্লব দেব এবং তার চালককে উদ্ধার করেন। যদিও দুর্ঘটনায় বিপ্লবের গাড়ির ডান দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।






এই দুর্ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন সমালখার ডেপুটি পুলিশ সুপার ওম প্রকাশ। পিটিআইয়ের কাছে তিনি বলেন, ‘‘টায়ার ফেটে যাওয়ায় সে সময় জিটি রোডে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। সেটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে বিপ্লব দেবের গাড়িটি।’ বরাতজোরে প্রাণে বেঁচে যান বিজেপি সাংসদ।       


সদ্য ত্রিপুরায় ভোট শেষ হয়েছে। এবার ত্রিপুরাতেও ভোটের অন্য়তম বড় দায়িত্বে ছিলেন বিপ্লব দেব। পাশাপাশি তিনি হরিয়ানাতেও দলের দায়িত্বে রয়েছেন। সেক্ষেত্রে ত্রিপুরায় দলের দায়িত্ব শেষ করেই তিনি হরিয়ানায় চলে এসেছিলেন। সেখানে তিনি মূলত সংগঠনকে জোরদার করার কাজ করেন। সেই দলের কাজেই তিনি এসেছিলেন হরিয়ানায়। কিন্তু পথেই বড় দুর্ঘটনার মুখে পড়ল তার গাড়ি।                 


এর আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী থাকাকালীন অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান বিপ্লব দেব। ২০২১ সালের ডিসেম্বরে বড়দিনের নিরাপত্তা খতিয়ে দেখতে হেঁটে এলাকা পরিদর্শন করার সময় একটি বড় গাড়ি তাঁর সামনে চলে এসেছিল।