Exit Polls 2024 Live: ঝাড়খণ্ডে ফের ক্ষমতায় ফিরতে পারেন হেমন্ত সরেন, বলছে AXIS My India-র সমীক্ষা

Maharashtra, Jharkhand Election Exit Poll Result Live Updates : উভয় রাজ্যে কারা হাসবে শেষ হাসি ? কী বলছে এক্সিট পোল ? 

ABP Ananda Last Updated: 20 Nov 2024 09:38 PM

প্রেক্ষাপট

কলকাতা : INDIA না NDA ? কে বসবে মারাঠা-মসনদে ? আগামী পাঁচ বছর মহারাষ্ট্রের শাসন-ক্ষমতা কাদের হাতে থাকবে ? মূল লড়াই বিজেপি, একনাথ শিন্ডে-সেনা ও অজিত পাওয়ার-পন্থী এনসিপির সঙ্গে কংগ্রেস,...More

Jharkhand Election Exit Poll Live Updates 2024: ঝাড়খণ্ডে ফের ক্ষমতায় ফিরতে পারেন হেমন্ত সরেন, বলছে AXIS My India-র সমীক্ষা

AXIS My India-র সমীক্ষা বলছে, ঝাড়খণ্ডে ফের ক্ষমতায় ফিরতে পারেন হেমন্ত সরেন। I.N.D.I.A জোটের শরিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের জোট সেখানে ৫৩টি আসন পেতে পারে। অন্য দিকে, বিজেপি নেতৃত্বাধীন NDA শিবিরের দখলে যেতে পারে ২৫টি আসন। অন্যান্যতা তিনটি আসনে জয়ী হতে পারেন।