Exit Polls 2024 Live: ঝাড়খণ্ডে ফের ক্ষমতায় ফিরতে পারেন হেমন্ত সরেন, বলছে AXIS My India-র সমীক্ষা

Maharashtra, Jharkhand Election Exit Poll Result Live Updates : উভয় রাজ্যে কারা হাসবে শেষ হাসি ? কী বলছে এক্সিট পোল ? 

ABP Ananda Last Updated: 20 Nov 2024 09:38 PM
Jharkhand Election Exit Poll Live Updates 2024: ঝাড়খণ্ডে ফের ক্ষমতায় ফিরতে পারেন হেমন্ত সরেন, বলছে AXIS My India-র সমীক্ষা

AXIS My India-র সমীক্ষা বলছে, ঝাড়খণ্ডে ফের ক্ষমতায় ফিরতে পারেন হেমন্ত সরেন। I.N.D.I.A জোটের শরিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের জোট সেখানে ৫৩টি আসন পেতে পারে। অন্য দিকে, বিজেপি নেতৃত্বাধীন NDA শিবিরের দখলে যেতে পারে ২৫টি আসন। অন্যান্যতা তিনটি আসনে জয়ী হতে পারেন।

Exit Poll Live 2024: ঝাড়খণ্ডে ৪৫ থেকে ৫০টি আসন পেতে পারে বিজেপি নেতৃত্বাধীব জোট : CHANAKYA STRATEGIES

CHANAKYA STRATEGIES জানিয়েছে, ঝাড়খণ্ডে ৪৫ থেকে ৫০টি আসন পেতে পারে বিজেপি নেতৃত্বাধীব জোট। কংগ্রেস-JMM পেতে পারে ৩৫ থেকে ৩৮টি। বাকিরা ৩ থেকে ৫টি আসন।

Jharkhand Election Exit Poll Live Updates 2024: বিজেপি নেতৃত্বাধীন NDA জোট ঝাড়খণ্ডে ৪০ থেকে ৪৪টি আসন পেতে পারে : Times Now JVC

Times Now JVC-র বুথফেরত সমীক্ষা বলছে, বিজেপি নেতৃত্বাধীন NDA জোট ঝাড়খণ্ডে ৪০ থেকে ৪৪টি আসন পেতে পারে। I.N.D.I.A পেতে পারে ৩০ থেকে ৪০টি আসন। অন্যান্যরা একটি করে আসন পেতে পারে।

Maharashtra Election Exit Poll Live Updates 2024: CHANAKYA-র বুথফেরত সমীক্ষাও মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন জোটকে এগিয়ে রেখেছে

CHANAKYA-র বুথফেরত সমীক্ষাও মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন জোটকে এগিয়ে রেখেছে। তাদের সমীক্ষা অনুযায়ী, BJP নেতৃত্বাধীন জোট রাজ্যে ৪৭৮ শতাংশ ভোট পেতে চলেছে, ১৫২ থেকে ১৬০টি আসন। মহা আঘাডি পেতে পারে ১৩০ থেকে ১৩৮টি আসন। অন্যরা ৬-৮টি আসন পেতে পারে। কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার ৪২ শতাংশ এবং অন্যান্যদের ১১ শতাংশ হতে পারে।

Jharkhand Election Exit Poll Live Updates 2024: ৪২-৪৭টি আসন পেয়ে ঝাড়খণ্ডেও বিজেপি সরকার, ইঙ্গিত MATRIZE-এর এক্সিট পোলে

ঝাড়খণ্ডেও বিজেপি সরকার আসতে চলেছে। এই রাজ্যে ৪২ থেকে ৪৭টি, প্রায় ৪৫ শতাংশ ভোট পেতে পারে বিজেপি। অন্যদিকে, কংগ্রেস পেতে পারে ২৫ থেকে ৩০টি আসন। অন্যরা পেতে পারে ১-৪টি আসন। এমনই ইঙ্গিত MATRIZE-এর এক্সিট পোলে

Exit Poll Live 2024: মহারাষ্ট্রে আসতে চলেছে বিজেপি সরকার, ইঙ্গিত MATRIZE-এর এক্সিট পোলে

মহারাষ্ট্রে আসতে চলেছে বিজেপি সরকার। এক্সিটপোলে  এমনই ইঙ্গিত দিয়েছে MATRIZE। মারাঠা-রাজ্যে ১৫০-১৭০টি আসন তথা ৪৮ শতাংশ ভোট পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন সরকার। কংগ্রেস পেতে পারে ১১০-১৩০টি আসন।

Maharashtra Election Exit Poll Live Updates 2024: INDIA না NDA ? কে বসবে মারাঠা-মসনদে ?

INDIA না NDA ? কে বসবে মারাঠা-মসনদে ? আগামী পাঁচ বছর মহারাষ্ট্রের শাসন-ক্ষমতা কাদের হাতে থাকবে ? মূল লড়াই বিজেপি, একনাথ শিন্ডে-সেনা ও অজিত পাওয়ার-পন্থী এনসিপির সঙ্গে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপি-র। রাজ্যের ২৮৮টি আসনে এদিন ভোটগ্রহণ হয়।

প্রেক্ষাপট

কলকাতা : INDIA না NDA ? কে বসবে মারাঠা-মসনদে ? আগামী পাঁচ বছর মহারাষ্ট্রের শাসন-ক্ষমতা কাদের হাতে থাকবে ? মূল লড়াই বিজেপি, একনাথ শিন্ডে-সেনা ও অজিত পাওয়ার-পন্থী এনসিপির সঙ্গে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপি-র। রাজ্যের ২৮৮টি আসনে এদিন ভোটগ্রহণ হয়। অন্যদিকে ঝাড়খণ্ডেও এদিন দ্বিতীয় দফায় ৩৮ আসনে ভোটগ্রহণ পর্ব ছিল। উভয় রাজ্যে কারা হাসবে শেষ হাসি ? কী বলছে এক্সিট পোল ? 


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.