সন্দীপ সরকার, কলকাতা: এবার ওষুধের দোকানেও মিলতে পারে করোনার ভ্যাকসিন। ওষুধের দোকানেও মিলতে পারে কোভিশিল্ড, কোভ্যাক্সিন। স্বাস্থ্য মন্ত্রকের কাছে সুপারিশ কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটির, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে। 


বুধবার দেশের কেন্দ্রীয় ওষুধ কর্তৃপক্ষের একটি বিশেষজ্ঞ কমিটি কিছু শর্ত সাপেক্ষে অ্যান্টি-কোভিড ভ্যাকসিন - কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনকে নিয়মিত বিপণনের অনুমোদন দেওয়ার সুপারিশ করেছে। বর্তমানে দেশে জরুরি ভিত্তিতে এসব ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন রয়েছে।


সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (SII) এবং ভারত বায়োটেক তাদের কোভিড ভ্যাকসিনগুলিকে নিয়মিত বিপণনের অনুমোদন চেয়ে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)-এর কাছে আবেদন জমা দিয়েছে। তবে এই কেন্দ্রীয় কমিটির আগে সিরামের ডিরেক্টর প্রকাশ কুমার সিংহ ডিসিজিআই-এর কাছে এই বিষয়ে একটি আবেদন করেছিলেন। এর জন্য DCGI পুনে-ভিত্তিক সংস্থার কাছ থেকে আরও ডেটা এবং নথি চেয়েছিল। 


কয়েক সপ্তাহ আগে DCGI-তে পাঠানো একটি আবেদনে, হায়দ্রাবাদ-ভিত্তিক ভারত বায়োটেকের তরফে একই বয়ান জমা পড়ে বলে সরকারি সূত্রে খবর। ডিরেক্টর ভি কৃষ্ণ মোহন কোভ্যাক্সিনের জন্য সেই অনুমোদন চেয়েছিলেন। আর এদিন সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) এর COVID-19-এর বিষয় বিশেষজ্ঞ কমিটি (SEC) সিরাম এবং ভারত বায়োটেকের আবেদনগুলি পর্যালোচনা করেছে। সেই মতোই শর্ত সাপেক্ষে অনুমোদন চেয়েছে স্বাস্থ্য মন্ত্রকের কাছে। 


এদিকে, রাজ্যে সামান্য কমেছে করোনা সংক্রমণের উদ্বেগ। তবে রোজই বাড়ছে মৃত্যুর সংখ্যা। গতকাল রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১০ হাজার। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১১,৪৪৭ জন। তবে গতকাল রাজ্যে মৃত্যুর সংখ্যা ৩৩ থাকলেও আজকের হিসেব বলছে গত ১ দিনে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের। যা কার্যত উদ্বেগ সৃষ্টি করেছে। 


সরকারি হিসেব অনুযায়ী করোনা সংক্রমিত হয়ে গত ৫দিনে ১৮০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে পরপর ৫দিন তিরিশের উপরেই রইল মৃত্যু। আজ শুধু কলকাতাতেই একদিনে ১৪ জনের মৃত্যু হয়েছে। শহরে করোনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ১৫৪ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে। সেখানে ১ হাজার ৭৯৮ জন আক্রান্ত। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ১০ জনের মৃত্যুর হয়েছে বলেছে সরকারি হিসেবে জানানো হয়েছে।