বাঁকুড়া: এ যেন খানিকটা মরার ওপর খাঁড়ার ঘা। ভাইরাসের মাঝেই ভাইরাল আতঙ্ক। সোশ্যাল মিডিয়ায় করোনা সংক্রমণের গুজব ছড়াতেই সামাজিক বয়কটের মুখে পড়ল একটা গোটা গ্রাম। গ্রামে আসছেন না সব্জি-মাছ বিক্রেতারা। চূড়ান্ত সমস্য়া পড়েছেন গ্রামবাসীরা।


এমনকি অন্য গ্রামে গেলে ঢুকতে দেওয়া হচ্ছে না তাঁদের। এমনই অভিযোগ, বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির উখড়াডিহি গ্রামের বাসিন্দাদের। দিনকয়েক আগে সোশ্যল মিডিয়ায় এই পোস্ট ছড়িয়ে পড়ে, 
এতে লেখা ছিল, প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করোনার করাল থাবা থেকে উখড়াডিহি গ্রামকে বাঁচাতে অতি সত্বর একটি মেডিক্যাল টিম পাঠান ও কিছু অক্সিজেন সিলিন্ডার। 


গ্রামবাসীদের অভিযোগ, এই একটি পোস্টের জেরে গ্রামে আসছেন না কেউ, এমনকি অন্য গ্রামে কাজে গেলেও বাধার মুখে পড়ছেন তাঁরা।


 গ্রামে সব্জি, মাছ বিক্রেতাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, এই গ্রাম থেকে অন্য গ্রামে যেতে দেওয়া হচ্ছে না কাউকে। তবে গ্রামবাসীদের দাবি, যাঁরা এই পোস্ট করেছে তাঁরা এই গ্রামে থাকে না, ভুয়ো পোস্ট করেছে, স্যানিটাইজেশন, সবার টেস্ট হোক।


স্বাস্থ্য কর্মীদেরও বক্তব্য, এই গ্রামে পরিস্থিতি মোটেও ভয়াবহ নয়। গুজব ছড়ানো হচ্ছে। উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছে বিষয়টা, দ্রুত টেস্ট করা হবে, ১ জনের করোনায় মৃত্যু হয়েছে, ওন্দার হাসপাতালে মৃত্যু হয়েছে। এ বিষয়ে অমরকাননের ব্লক ডেভেলপমেন্ট অফিসার জানিয়েছেন, উখড়াডিহি স্বাস্থ্য কেন্দ্রে এবং অমরকানন প্রাথমিক হাসপাতালে ইতিমধ্যেই টেস্ট শুরু হয়েছে।