কলকাতা : ভুয়ো ভ্যাকসিনকাণ্ড নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সরব বিজেপি। এই ইস্যুতে পুলিশ অনুমতি না দেওয়া সত্ত্বেও কাল পুরসভা অভিযানে নামছে দল, জানিয়ে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিকে অভিযান ঘিরে যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর পুলিশ।


ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে পুরসভা অভিযানের ডাক দিয়েছে বিজেপি। কিন্তু তাতে অনুমতি দেয়নি পুলিশ। জোর করে কর্মসূচি পালন করলে মহামারী আইনে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। এই মর্মে বিজেপিকে চিঠি পাঠায় কলকাতা পুলিশ।


এদিকে, দুপুর ১টা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলকাতা পুরসভার উদ্দেশ্যে অভিযান করবে বলে বিজেপি জানিয়ে দিয়েছে। উপস্থিত থাকবেন রাজ্য নেতৃত্ব। পুলিশ অনুমতি না দেওয়া সত্ত্বেও দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন, বিজেপি এই কর্মসূচি পালন করবে। পুরো বিষয়টি নিয়ে চড়ছে রাজনৈতিক পারদ।


আজ সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষ বলেন, "আইন পুলিশের জন্য। আমরা আন্দোলন করবই। ভ্যাকসিন নিয়ে যে ধরনের কেলেঙ্কারি চলেছে তা নিয়ে আমরা আন্দোলন করব সাধারণ মানুষের স্বার্থে। কোর্ট বারবার বলা সত্ত্বেও সরকারের কোনও উপস্থিতি বোঝা যাচ্ছে না। এর প্রতিবাদ করতেই হবে। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত ব্যক্তির সঙ্গে তৃণমূলের বড় বড় নেতাদের বসে থাকার ছবি দেখা গেছে।  সেইসব নেতাকে গ্রেফতার করা হোক। আইএনটিটিইউসির বড় নেতার সঙ্গে দেবাঞ্জনের ছবি রয়েছে। এতদিন এইসব ফোটো লুকিয়ে রাখার চেষ্টা হয়েছে। যাঁকে এতদিন মাথায় করে নাচা হল এখন বলা হচ্ছে তাঁকে কেউ চেনে না। কত ধোকা দেবেন সাধারণ মানুষকে?"


এই পরিস্থিতিতে তৎপর কলকাতা পুলিশও। সূত্রের খবর, বিজেপি প্রতিবাদে অনড় থাকায় বাড়তি ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। কাল বিজেপির অভিযান রুখতে থাকবেন ১ হাজার পুলিশকর্মী। তাঁদের নেতৃত্বে থাকবেন একজন অতিরিক্ত কমিশনার, দুইজন যুগ্ম কমিশনার ও আট জন ডেপুটি কমিশনার। হিন্দ সিনেমার সামনে থাকবে বিশেষ নজরদারি। পুরসভার সামনে সব ধরণের গতিবিধির নজরদারি করবে পুলিশ।