জলে আর্সেনিক, টিউবওয়েলও খারাপ, উত্তর ২৪ পরগনায় রমরমিয়ে চলছে নকল জলের কারখানা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Mar 2020 12:46 PM (IST)
পুলিশ জানিয়েছে, স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে বেআইনি কারখানাগুলি চলছে। অভিযুক্তদের খোঁজ চলছে।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বারাসতের পর এবার দত্তপুকুর। ফের উত্তর ২৪ পরগনায় নকল জল তৈরির কারবারের পর্দাফাঁস করল পুলিশ। উধাও দুই মালিকের খোঁজ চলছে। এতেই শেষ নয়, পুলিশি অভিযানের পরই ওই এলাকার আরও কয়েকটি কারখানায় ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে। বারাসতে নকল জল তৈরির কারখানার হদিশ মেলার পর সাতদিনও কাটল না। ফের এমনই কারখানার খোঁজ পেল পুলিশ, এবার একই জেলার দত্তপুকুরে। বৃহস্পতি ও শুক্রবার দত্তপুকুরের নেতাজি পল্লিতে অভিযান চালিয়েছে জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আধিকারিকদের আসার আগেই অবশ্য গা ঢাকা দেন কারখানার মালিক। কারখানা থেকে ২০ লিটারের জার ও লেবেল উদ্ধার হয়। অভিযানের খবর পেয়ে এলাকার আরও কয়েকটি কারখানায় ঝাঁপ পড়ে। কয়েকজন অবশ্য কারখানা চালানোর কথা স্বীকার করে নিয়েছেন। যেমন মনোতোষ বর। তাঁর সোজাসাপটা বক্তব্য, কী করব, এলাকায় পানীয় জলের অভাব, তাই নকল জলের কারখানা খুলেছি। স্থানীয়দেরও দাবি, এলাকার অধিকাংশ টিউবওয়েল খারাপ। তারপর জলে রয়েছে আর্সেনিক। তাই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এসব কারখানা। যদিও পশ্চিম চিল্কাপুর পঞ্চায়েত সদস্য ও তৃণমূল নেতা জগবন্ধু অধিকারীর দাবি, এখানে পানীয় জলের কোনও সমস্যা নেই। আর এই সব কারখানার লাইসেন্স তাঁরা দেননি, সবই আগের বোর্ডের দেওয়া। পুলিশ জানিয়েছে, স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে বেআইনি কারখানাগুলি চলছে। অভিযুক্তদের খোঁজ চলছে।