আগাম সতর্কতা ভাল, সব ধরনের সাবধানতা মেনে চলুন, করোনা সচেতনতার বার্তা দিলেন কোহলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Mar 2020 10:36 AM (IST)
জাতীয় দলের অধিনায়ক ট্যুইটারে সকলকে সাবধানতা অবলম্বন করার গুরুত্বের কথা বুঝিয়েছেন।
নয়াদিল্লি: করোনা-আতঙ্কে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজ স্থগিত হয়ে গিয়েছে। পিছিয়ে গিয়েছে আইপিএলও। গোটা বিশ্বের খেলার মাঠেই করোনার প্রভাব পড়েছে। স্থগিত হয়ে গিয়েছে ইপিএল, লা লিগার মতো বিশ্ব ফুটবলের সেরা টুর্নামেন্টগুলি। করোনা নিয়ে মানুষকে সচেতন করতে এবার উদ্যত হলেন বিরাট কোহলি। জাতীয় দলের অধিনায়ক ট্যুইটারে সকলকে সাবধানতা অবলম্বন করার গুরুত্বের কথা বুঝিয়েছেন। বিরাট ট্যুইট করেছেন, ‘চলুন শক্তিশালী হয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করি। সবরকম সতর্কতা অবলম্বন করতে হবে। নিরাপদে থাকুন, সজাগ থাকুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, মনে রাখবেন আরোগ্যের চেয়ে আগাম প্রতিরোধ ভাল। সকলে নিজেদের যত্ন নিন।’