নয়াদিল্লি: বাবা পেট্রোল পাম্পে চাকরি করতেন, গাড়িতে গাড়িতে তেল ভরা ছিল তাঁর কাজ। ছেলের পড়াশোনার খরচ জোগাতে বাড়িও বিক্রি করে দিয়েছিলেন। সেই ছেলে ইউপিএসসি-তে ২৬-তম স্থান দখল করে মুখ উজ্জ্বল করেছেন বাবা মায়ের, সার্থক হয়েছে তাঁদের এত বড় ঝুঁকি নেওয়া।
মধ্য প্রদেশের ইন্দোরের প্রদীপ সিংহের ছোটবেলা থেকে ইচ্ছে আইএএস হওয়া। বাবা মনোজ সিংহ দেওয়াস নাকা এলাকায় একটি পেট্রোল পাম্পে ২৮ বছর ধরে কাজ করেছেন, গত বছর চালু করেছেন নিজের ছোট একটা পরিবহণ ব্যবসা। প্রদীপ জানিয়েছেন, ক্লাস সেভেনে পড়ার সময় থেকে তাঁর আইএএস হওয়ার ইচ্ছে। কিন্তু বাবার যা রোজগার ছিল, তাতে সংসার চালানোর খরচই উঠত না। তাতে তাঁর মানসিক জোর আরও বাড়ে, নিজের স্বপ্ন সফল করতে উঠে পড়ে লাগেন তিনি।
ছেলে দিল্লি গিয়ে ইউপিএসসি-র প্রস্তুতি নেবেন,বাবা মা বিক্রি করে দেন তাঁদের বাড়ি, উঠে যান ভাড়া বাড়িতে। ২০১৮-য় প্রথমবার ইউপিএসসি-তে বসেন প্রদীপ, ৯৩-তম স্থান পেয়েছিলেন। কিন্তু মাত্র এক ধাপের জন্য আইএএস আসেনি। তাই ২০১৯-এ ফের পরীক্ষা দেন তিনি, আরও পরিশ্রম করেন। এবার তিনি ২৬-তম স্থান পেয়েছেন, হাতের মুঠোয় আইএএস হওয়ার স্বপ্ন।
দারুণ খুশি মনোজ সিংহ বলেছেন, ভগবান মহাকালেশ্বরের দয়ায় আজ আমার ছেলে আইএএস। আর প্রদীপ বলেছেন, তাঁকে বড় করতে বাবা মায়ের কষ্ট তিনি ভোলেননি, এবার তাঁর কাজ তাঁদের জীবনে স্বাচ্ছন্দ্য এনে দেওয়া।
বাবা পেট্রোল পাম্পে কাজ করতেন, পড়াশোনার জন্য বাড়িও বেচে দেন, ইউপিএসসি-তে ২৬-তম স্থান পেয়ে মুখ রাখল ছেলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Aug 2020 10:28 AM (IST)
প্রদীপ বলেছেন, তাঁকে বড় করতে বাবা মায়ের কষ্ট তিনি ভোলেননি, এবার তাঁর কাজ তাঁদের জীবনে স্বাচ্ছন্দ্য এনে দেওয়া।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -